মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সংঘটিত বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক ও সন্মান জানিয়ে স্থগিত করা হয়েছে৷
মঙ্গলবার(২২ জুলাই) মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷
এতে বলা হয়েছে, রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সংঘটিত বিমান দুর্ঘটনায় মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ফলে,
আগামীকাল ২৩ জুলাই (বুধবার) অনুষ্ঠেয় উদ্বোধন অনুষ্ঠানসহ জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর পূর্বনির্ধারিত সকল কর্মসূচি স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরবর্তীতে সুবিধাজনক সময়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর নতুন তারিখ ও কর্মসূচি ঘোষণা করা হবে।
মন্তব্য করুন