ইরান ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধে নিহতদের নতুন সংখ্যা প্রকাশ করেছে ইসরাইল। সরকারের দেওয়া হিসাব অনুযায়ী, এ যুদ্ধে এখন পর্যন্ত ১,০৬০ জন নিহত হয়েছেন। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে তেহরান।
ইরানের শহীদ ও যুদ্ধাহত বিষয়ক ফাউন্ডেশনের প্রধান সাঈদ ওহাদি সোমবার রাতে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। ওহাদি বলেন, যুদ্ধে গুরুতর আহতদের অবস্থা বিবেচনা করলে নিহতের সংখ্যা বেড়ে ১,১০০ ছাড়াতে পারে।
যুদ্ধের সময় ইরান ইসরায়েলের ১২ দিনের টানা বোমা হামলার ব্যাপক প্রভাব শুরুতে গোপন রাখে। ওই হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিধ্বস্ত হয়, বহু সামরিক ঘাঁটি ধ্বংস হয় এবং তাদের পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইরান ধীরে ধীরে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ করছে, তবে এখনো তারা আনুষ্ঠানিকভাবে জানায়নি কতটুকু সামরিক সরঞ্জাম হারিয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস’ জানিয়েছে, ইরান-ইসরায়েল যুদ্ধে মোট ১,১৯০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৪৩৬ জন বেসামরিক নাগরিক এবং ৪৩৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এছাড়া হামলাগুলোতে আরও ৪,৪৭৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি।
মন্তব্য করুন