২০২৬ সাল থেকে সৌদির নির্দিষ্ট অঞ্চলে সম্পত্তি কিনতে পারবে বিদেশি ব্যক্তি ও কোম্পানি। এ বিষয়ে সৌদি সরকার নতুন একটি আইন পাস করেছে। যেখানে বলা হয়েছে বিদেশি ব্যক্তি ও কোম্পানি বাড়ি কিনতে পারবে।
প্রথম ধাপে যে বিদেশিদের জন্য, রিয়াদ ও জেদ্দা ছাড়াও আরও কিছু নির্ধারিত অঞ্চল সম্পত্তি কেনার অনুমোদন থাকবে, যেগুলোর নাম পরবর্তীতে জানানো হবে। মক্কা-মদিনায় বাড়ি কিনতে চাইলে বিশেষ অনুমোদন লাগবে, ধর্মীয় ও সাংস্কৃতিক কারণে।
২০২৬ সালের জানুয়ারি মাস থেকে নতুন আইন কার্যকর হবে। এর আগে, ইস্তিতা’ নামের একটি ওয়েবসাইটে আগামী ১৮০ দিনের মধ্যে অনুমোদিত এলাকার প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে এবং জনমত নেওয়া হবে।
দেশি ব্যক্তি ও কোম্পানি বাড়িসহ জমি কিনতে পারবে। বিদেশি বিনিয়োগকারী, যারা বাণিজ্যিক বা আবাসিক প্রকল্পে বিনিয়োগে আগ্রহী।
বিদেশি বিনিয়োগ আকর্ষণ, জেদ্দা ও নিওম প্রজেক্টকে সহায়তা, আবাসন ও বাণিজ্যিক ভবনের সরবরাহ বাড়ানো, সৌদি নাগরিকদের স্বার্থ রক্ষা, মধ্যপ্রাচ্যের নতুন বিনিয়োগ কেন্দ্র হিসেবে গড়ে তোলা।
বিশেষজ্ঞদের মতে, দুবাই, আবু ধাবি ও দোহা যেমন বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করেছে, তেমনি রিয়াদ ও জেদ্দাও হতে পারে মধ্যপ্রাচ্যের পরবর্তী বিনিয়োগ হটস্পট।
সূত্র: মিডল ইস্ট আই, গালফ নিউজ
মন্তব্য করুন