ঢাকার মার্কিন দূতাবাস এফএম অথবা জে ভিসার জন্য আবেদন করতে ইচ্ছুক শিক্ষার্থী ও এক্সচেঞ্জ কর্মসূচির অংশগ্রহণকারীদের প্রতি বার্তা দিয়েছে । ভিসা আবেদন ফরমে গত ৫ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডল উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে।
১০ জুলাই (বৃহস্পতিবার) দূতাবাসের ফেসবুক পেজে ভিসাসংক্রান্ত তথ্য শেয়ার করা হয়েছে।
এতে বলা হয়েছে, মার্কিন ভিসা আবেদনকারীদের ডিএস-১৬০ ভিসা আবেদন ফরমে গত ৫ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারী নাম উল্লেখ করা বাধ্যতামূলক।
আবেদনকারীরা তাদের আবেদনপত্রে দেওয়া সকল তথ্য সঠিক ও সত্য বলে স্বীকার করে তবেই আবেদনপত্র স্বাক্ষর করেন ও জমা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো তথ্য গোপন করলে ভিসা প্রত্যাখ্যানের পাশাপাশি ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্য হিসেবেও বিবেচিত হবে।
মন্তব্য করুন