সিলেটে একটি রেস্তোরাঁয় চা দিতে দেরি হওয়ায় এক যুবকের সঙ্গে রেস্তোরাঁর কর্মচারীর বাগ্বিতণ্ডা হয়। ওই ঘটনার জেরে রেস্তোরাঁর ওই কর্মচারীকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে সিলেট নগরের কাজির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দিনার আহমেদ ওরফে রুমন (২২) কাজির বাজার এলাকার নিরঞ্জন ঘোষের রেস্তোরাঁর কর্মচারী ছিলেন। তিনি সিলেটের দক্ষিণ সুরমার জালালপুরের সব্দলপুর গ্রামের মৃত তখলিছ আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে সিলেট নগরের কাজির বাজার মাছের আড়ত–সংলগ্ন এলাকায় ওই রেস্তোরাঁয় এক যুবক চা পান করতে আসেন। চা দিতে দেরি হওয়ায় রেস্তোরাঁর কর্মচারী দিনারের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রেস্তোরাঁর মালিক ও লোকজন দুজনের মধ্যে বিরোধ মিটিয়ে দেন। পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে ওই যুবক রেস্তোরাঁ থেকে চলে যান।
কিছু সময় পর ওই যুবক আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে রেস্তোরাঁয় যান। এ সময় রেস্তোরাঁর ভেতর রুমনকে ছুরিকাঘাত করে তাঁরা পালিয়ে যান। পরে রেস্তোরাঁর মালিক নিরঞ্জন ঘোষসহ লোকজন দিনারকে উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই রেজু আহমদ প্রথম আলোকে বলেন, ‘দিনার প্রায় আড়াই বছর ধরে কাজির বাজার এলাকার নিরঞ্জন ঘোষের রেস্তোরাঁয় কাজ করছে। কথা–কাটাকাটির জেরে তাঁকে ছুরে মেরে হত্যা করা হয়েছে। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই।’
সিলেটের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক বলেন, নিহত ব্যক্তির মরদেহ এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
মন্তব্য করুন