ঢাকা–কুমিল্লা–চট্টগ্রাম–টেকনাফ জাতীয় মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ এখন অবৈধ স্থাপনায় আক্রান্ত। মহাসড়কের মদনপুর ও মোগরাপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ঘরবাড়ি ও দোকানপাট সরাতে অবশেষে কঠোর অবস্থান নিয়েছে নারায়ণগঞ্জ সড়ক বিভাগ।
সড়ক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব অবৈধ স্থাপনা সড়কের জায়গা দখল করে জনসাধারণের নিরাপদ চলাচল ও যানবাহনের গতিবিধিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, যা সড়ক নিরাপত্তা এবং জনস্বার্থের পরিপন্থী।
এই প্রেক্ষাপটে আগামী বুধবার (২৩ জুলাই) সকাল ১০টা থেকে শুরু হবে উচ্ছেদ অভিযান। অভিযানে নেতৃত্ব দেবেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, যিনি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এসব দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। অভিযানে স্থানীয় প্রশাসনের সহযোগিতাও থাকবে।
সড়ক বিভাগ আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ খরচে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অভিযান চলাকালে বা পরে কোনো বাড়তি সময় বা ছাড় দেওয়া হবে না বলে কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে।
উল্লেখ্য, জাতীয় মহাসড়কের পাশে এমন অবৈধ স্থাপনা অনেক সময় দুর্ঘটনার কারণ হয়ে ওঠে। তাই এবারের অভিযানকে সড়ক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য করুন