দেশজুড়ে আইনশৃঙ্খলার অবনতি, ক্ষমতাসীন আওয়ামী লীগের নৈরাজ্য ও নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে মানববন্ধনের ঘোষণা দিয়েছে গণঅভ্যুত্থানের চেতনায় বিশ্বাসী প্ল্যাটফর্ম ‘জুলাই ঐক্য’।
সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, আগামী সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে বলা হয়, “রাজধানীর বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, সারা দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি লক্ষ করা যাচ্ছে। একইভাবে ছাত্র সংসদের নির্বাচনকে কেন্দ্র করে বহিরাগতরা বিশ্ববিদ্যালয়গুলোর ভেতরে অবস্থান করছে।
জুলাই ঐক্যের দাবি, লেজুড়বৃত্তিক ছাত্র সংগঠন ও তথাকথিত বাম দলগুলো বহিরাগতদের ব্যবহার করে শিক্ষাঙ্গনে মিছিল-মিটিং করছে, যা নির্বাচনকে প্রভাবিত করছে ও ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করছে।
সংগঠনটি সকল সচেতন নাগরিক, ছাত্র ও গণতান্ত্রিক শক্তিকে এই মানববন্ধনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।
মন্তব্য করুন