আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রয়োজন হলে দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে এখনো নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা পাওয়া যায়নি বলে জানিয়েছে সেনাবাহিনী।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন,নির্বাচন কমিশন থেকে এখনো আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীকে কিছু জানানো হয়নি। তবে আমরা নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য প্রস্তুত আছি। নির্বাচন কমিশন যে দায়িত্ব দেবে, তা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পালন করবে সেনাবাহিনী।”
সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ও ব্যালট ছিনতাইয়ের আশঙ্কা নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা হচ্ছে। এ বিষয়ে প্রশ্নের জবাবে কর্নেল শফিকুল স্পষ্ট করে বলেন,“ডাকসু নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সম্পৃক্ততা নেই। তবে এই নির্বাচন গণতন্ত্র চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”
তিনি আরও জানান, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কিছু সদস্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ও বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছেন এমন অভিযোগ রয়েছে। “তাদের উদ্দেশ্য জনগণ জানে। এসব প্রোপাগান্ডা কেউ বিশ্বাস করে না। সরকার বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
গত ৫ আগস্ট হারানো অস্ত্র উদ্ধারের বিষয়ে জানতে চাইলে কর্নেল শফিকুল ইসলাম জানান,“ইতোমধ্যে ৮০ শতাংশ অস্ত্র উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট অংশও দ্রুত উদ্ধার সম্ভব হবে।”
দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন,“শৃঙ্খলা রক্ষা শুধু সেনাবাহিনীর একক দায়িত্ব নয় পুলিশ, বিজিবি, র্যাবসহ সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কিছু এলাকায় সমন্বয়ের ঘাটতির কারণে বিলম্ব হচ্ছে। তবে সেনাবাহিনী মাঠে নামলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যায়।”
মন্তব্য করুন