বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকারবিষয়ক উপদেষ্টা মিস হুমা খান। সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে জাতিসংঘ প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন মানবাধিকারবিষয়ক জুনিয়র উপদেষ্টা ব্যারিস্টার তাজরিয়ান আকরাম খান।
সাক্ষাতের শুরুতে মিস হুমা খান জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করেন। এরপর উভয়পক্ষ আন্তরিক পরিবেশে মতবিনিময় করেন।
আলোচনায় বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি, গুম ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগ, এবং সংশ্লিষ্ট বিচারপ্রক্রিয়াসহ সামগ্রিক বিষয়ে আলোচনা হয়। এ সময় জাতিসংঘ প্রতিনিধি জামায়াতের প্রস্তাবিত সংস্কার কর্মসূচি সম্পর্কেও জানতে চান। জামায়াত আমির সংশ্লিষ্ট বিষয়গুলোতে প্রতিনিধি দলকে বিস্তারিত অবহিত করেন।
জাতিসংঘ মানবাধিকার সংস্থার আয়োজনে গত ২৯ জুলাই ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘জুলাই স্মরণ সভায়’ অংশগ্রহণ এবং বক্তব্য রাখার জন্য জামায়াত আমিরকে ধন্যবাদ জানান মিস হুমা খান।
সাক্ষাৎ শেষে জামায়াত আমির ‘জুলাই শহীদদের’ স্মরণে জামায়াতে ইসলামী কর্তৃক প্রকাশিত ইংরেজি সংস্করণের ১২ খণ্ডের একটি গ্রন্থ জাতিসংঘ প্রতিনিধিদলের হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, এবং ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।
মন্তব্য করুন