ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলি ইসরাইলের দখলকৃত অঞ্চলগুলিতে ক্রমাগত আঘাত হানছে। এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগকেই আটকাতে পারছে না ইসরায়েলি সেনাবাহিনী। এমন পরিস্থিতির মুখে বিপুল সংখ্যক ইসরায়েলি বাসিন্দা মিশর হয়ে ইউরোপে পালিয়ে যেতে সিনাই উপদ্বীপে প্রবেশের চেষ্টা করছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।
একটি হিব্রু সংবাদপত্র একজন ইসরায়েলির বরাত দিয়ে বলেছে, তিনি অধিকৃত অঞ্চলে থাকার চেয়ে মরুভূমিতে বিপজ্জনক ভ্রমণে যেতে পছন্দ করবেন।
অন্যান্য প্রতিবেদনে দেখা গেছে, ইসরায়েলিরা নৌকায় করে সাইপ্রাসে পাড়ি জমানোর জন্য চোরা কারবারীদের অর্থও দিচ্ছে। তবে ইহুদীবাদি সরকার আপাতত বসতি স্থাপনকারীদের দখলকৃত অঞ্চল ছেড়ে যেতে নিষেধ করেছে।
সূত্র: তেহরান টাইমস
মন্তব্য করুন