ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বাংলাদেশ ইসলামীর ছাত্রশিবিরের জনশক্তি ও ঢাকাসাসীকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান জানান শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম
সোমবার (২১) জুলাই বিকেলে জাহিদুল ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট করে এ আহ্বান জানান।
তিনি লেখেন ,এই মুহূর্তে রক্ত ও অক্সিজেন বেশি প্রয়োজন। ছাত্রশিবিরের জনশক্তি ও ঢাকাবাসীকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান করছি। রাস্তায় ও হাসপাতালের পাশে মানুষের অতিরিক্ত ভিড়, যা আহতদের চিকিৎসা কিছুটা ব্যাহত করছে।
আমাদের অতিরিক্ত ভিড় যেন কোনো ক্ষতির কারন না হয়, এ বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ।
তিনি আরো লেখেন ,হে আমাদের আল্লাহ, হে আমাদের রব, শিক্ষার্থী ভাই-বোনদের প্রতি রহম করো। সবাইকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করার তাওফিক দাও। আমীন।
মন্তব্য করুন