উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত এক শিশু শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তবে এখনও পর্যন্ত শিশুটির কোনো অভিভাবকের খোঁজ পাওয়া যায়নি।
আহত শিক্ষার্থীর পোড়া আইডি কার্ড থেকে জানা গেছে, তার নাম মো. জুনায়েত হাসান। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির বাংলা মাধ্যমের শিক্ষার্থী। শিশুটির একটি পোড়া আইডি কার্ডের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
চিকিৎসক মেখোলা মার্জোয়া হোমায়রা ফেসবুকে শিশুটির আইডি কার্ডের ছবি শেয়ার করে লেখেন, “আল্লাহ! কত অভিভাবক সন্তান খুঁজে পাচ্ছেন না, আর কত শিশু অভিভাবককে খুঁজে পাচ্ছে না! আল্লাহ সহায় হোন। এই নিরপরাধ শিশুদের রক্ষা করুন।”
তিনি আরও জানান, শিশুটিকে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢাকা বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। কেউ যদি শিশুটিকে চিনে থাকেন, তাহলে ০১৮১১৬৯৬০৩৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান সোমবার উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিধ্বস্ত হয়।
ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
মন্তব্য করুন