ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে পৌঁছেছে।
সোমবার (২১ জুলাই) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের সিনিয়র স্টাফ অফিসার মো. শাহজাহান শিকদার এ তথ্য জানান।
ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা ক্যাম্পাসে অবস্থান করছিলেন। দুর্ঘটনার পরপরই আগুন ছড়িয়ে পড়ে এবং আশপাশের ভবন ও যানবাহনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এখনও তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি রুটিন প্রশিক্ষণ চলাকালীন বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্টদের দ্রুত চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম এখনো চলমান রয়েছে।
মন্তব্য করুন