গত জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে টানা ১৩ দিনের সংঘাতে নিহতের সংখ্যা সংশোধন করেছে ইরান। নতুন পরিসংখ্যান অনুযায়ী, সংঘাতের ১২ দিনে ইরানে হয়েছেন ৯৩৫ জন; নিহতদের মধ্যে ৩৮ জন শিশু এবং ১৩২ জন নারী আছেন।
ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ইরনাকে এ তথ্য জানিয়েছেন।
আসগর জাহাঙ্গীর বলেন, দখলদার ইহুদিবাদীদের আগ্রাসনে ১২ দিনের ৯৩৫ জন নাগরিক নিহত হয়েছেন। যাদের মধ্যে ৩৮ জন শিশু এবং ১০২ জন নারী রয়েছেন। যাদের মধ্যে কয়েকজন গর্ভবতী ছিলেন।
তিনি আরও বলেন, এই আক্রমণাত্মক ও অন্যায্য যুদ্ধে, নিরীহ বেসামরিক নাগরিক, সাহসী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কমান্ডার এবং উল্লেখযোগ্য পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করা হয়েছে।
এক সপ্তাহ আগে, অর্থাৎ গত ২৪ জুন মঙ্গলবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল, সংঘাতে মোট নিহত হয়েছেন ৬১০ জন। তবে গতকাল ইরনাকে দেওয়া সাক্ষাৎকারে আসগর জাহাঙ্গীর বলেছেন, বিভিন্ন সূত্র ও উৎস থেকে প্রাপ্ত তথ্য যাচাই শেষে সংশোধন করা হয়েছে এই সংখ্যা।
প্রসঙ্গত, ‘ইরান পরমাণু অস্ত্র তৈরির দোরগোড়ায়’— অভিযোগ তুলে গত ১৩ জুন ভোরে ইরানে বিমান অভিযান শুরু করে ইসরায়েল। এর কয়েক ঘণ্টা পর ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরানও। পরে ২২ জুন ইরানের তিন পারমাণবিক স্থাপনায় হামলার মাধ্যমে এই যুদ্ধে প্রবেশ করে যুক্তরাষ্ট্র এবং হামলার কিছু সময় পরে ইরান-ইসরায়েলে যুদ্ধবিরতি ঘোষণা করেন ট্রাম্প।
মন্তব্য করুন