সিঙ্গাপুর থেকে একটি মেডিকেল টিম আসছে, তারা দেখে যদি মনে করে প্রয়োজন, তবে রোগীদের সিঙ্গাপুরে নেওয়া হবে বলে জানায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন বলেন, এখানে (বার্ন ইনস্টিটিউটে) ইতোমধ্যে দশজন মারা গেছেন। অনেকের শরীরের ক্ষতের পরিমাণ অনেক বেশি। চিকিৎসকরা তাদের নিয়ে ভাবছেন। কিছু রোগী আছেন, যাদের দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন। সিঙ্গাপুর থেকে একটি মেডিকেল টিম আসছে, তারা দেখে যদি মনে করে প্রয়োজন, তবে রোগীদের সিঙ্গাপুরে নেওয়া হবে।
নৌ উপদেষ্টা আরও বলেন,সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আহতদের চিকিৎসায় যা যা প্রয়োজন, তার সবই করা হবে।
এছাড়া তিনি মন্তব্য করেন,ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান পরিচালনা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। এমন অবস্থায় বিষয়টি নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে।
সোমবার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ২৭ জন মারা গেছেন। আহত হয়েছেন ১৭০ জন।
মন্তব্য করুন