ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছায়া জাতিসংঘ বা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (ডিআইইউমুনা)-এর উদ্যোগে ৯ আগস্ট (শনিবার) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো একদিনব্যাপী ‘ডিআইইউ ছায়া জাতিসংঘ সাধারণ পরিষদের দ্বিতীয় সম্মেলন’ বা ‘ডিআইইউ শ্যাডো ইউএন জেনারেল অ্যাসেম্বলি ২.০’। এবারের সম্মেলন পরিচালনা করেন সংগঠনের বর্তমান আহ্বায়ক ড. ইন্দ্রজিৎ মল্লিক ও সভাপতি খান মুহাম্মদ আরিফ।
অভ্যন্তরীণ এই সম্মেলনে অংশ নেন ১১১ জন প্রতিনিধি। তারা দুটি গুরুত্বপূর্ণ কমিটিতে সক্রিয় আলোচনায় অংশগ্রহণ করেন—
১. জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন
২. আন্তর্জাতিক অভিবাসন সংস্থা
সম্মেলনের প্রধান প্রতিপাদ্য বিষয় ছিল— “মানবাধিকারের প্রতি সার্বজনীন সম্মান প্রতিষ্ঠা করে সংঘাতের অবসান ঘটানো ও বৈশ্বিক ঐক্য গড়ে তোলা” এবং স্লোগান— “এক পৃথিবী, এক অধিকার”।
ডিআইইউমুনার আহ্বায়ক অনুষ্ঠিত এ সম্মেলন নিয়ে ড. ইন্দ্রজিৎ মল্লিক প্রজন্ম২৪-কে বলেন, এই সম্মেলন শিক্ষার্থীদের কূটনৈতিক দক্ষতা, নেতৃত্ব ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া সংগঠনের সভাপতি খান মুহাম্মদ আরিফের বলেছেন, শ্যাডো ইউএন তরুণদের যুক্তি উপস্থাপন, সমঝোতা ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি অর্জনের এক অনন্য সুযোগ তৈরি করে। তারা আশা প্রকাশ করেন, এই অভিজ্ঞতা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে সহায়ক হবে।
উল্লেখ্য, সংগঠনটির উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. লিজা শারমিন। বিশেষ অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ কর্নেল মোহাম্মদ সাদিকুল বারী, পিএসসি (অব.), আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট মোহাম্মদ মামুনুর রশীদ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবসম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ রকিবুল কবির, আইন বিভাগের বিভাগীয় প্রধান ড. এস. এম. সাইফুল হক।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কে. এম. আমিরুল ইসলাম, এসপিপি। বিশেষ অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিষয়ক কার্যালয়ের উপপরিচালক সৈয়দ রায়হান-উল-ইসলাম, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক নাবিল বিন ফারুক এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাহবুব পারভেজ এবং আরও ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সম্মানিত অধ্যাপক অমিত চক্রবর্তী।
এছাড়াও প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি বা উপাচার্য প্রফেসর ড. এম. আর. কে. কবির, প্রো-ভিসি বা উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল এবং ট্রাস্টি বোর্ডের সদস্য ও ডিআইইউমুনার’র সাবেক আহ্বায়ক সামিহা খান।
ডিআইইউমুনা ২০১২ সাল থেকে নিয়মিতভাবে শিক্ষামূলক ও কূটনৈতিক অধিবেশনের আয়োজন করে আসছে, যা তরুণদের মধ্যে কূটনীতি, কৌশল নির্ধারণ, যোগাযোগ ও আলোচনার দক্ষতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখছে।
মন্তব্য করুন