বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সোমবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়মিত ফলোআপ ভিজিটে অংশ নেন। গত ২ আগস্ট তার ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হওয়ার পর এটি ছিল প্রথম ফলোআপ পরিদর্শন।
এদিন কোন প্রটোকল ছাড়া সাধারণ রোগীর মতোই নিজে হাসপাতালের ভেতরে প্রবেশ করেন জামায়াত আমীর। কারো সহযোগিতা ছাড়াই ধীরস্থির ভঙ্গিতে সিঁড়ি বেয়ে নিজেই হাজির হন চিকিৎসকের কক্ষে। এসময় ডাক্তারের চেম্বারের বাহিরে অপেক্ষারত সাধারণ মানুষ জামায়াত আমীরের খোঁজখবর নেন এবং তিনিও তাদের সাথে কুশল বিনিময় করেন।
আজকের ভিজিটে মূলত সার্জারির পর তার শারীরিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার শরীরের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও মূল্যায়ন সফলভাবে সম্পন্ন হয়। পুরো প্রক্রিয়ায় জামায়াত আমীরকে বেশ স্বাভাবিক ও হাসিখুশি দেখা যায়।
চিকিৎসা কার্যক্রম তদারকিতে তার শে ছিলেন ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এস. এম. খালিদুজ্জামান এবং ডা. হাসান আল বান্নাহ। জামায়াত আমীরের স্বাস্থ্যগত অগ্রগতির বিষয়ে জানাতে গিয়ে প্রজন্ম২৪ কে ডা. খালিদুজ্জামান বলেন, আলহামদুলিল্লাহ্।জামায়াত আমীর আল্লাহর রহমতে সুস্থ আছেন এবং অত্যন্ত দ্রুতগতিতে উনার অপারেশান পরবর্তী অবস্থার উন্নতি হচ্ছে। ইনশাআল্লাহ, খুব শীঘ্রই তাঁকে আবার রাজনীতির মাঠে দেখা যাবে।
গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে বক্তৃতাকালে অসুস্থ হয়ে পড়ার পর থেকেই ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থা নিয়ে তাঁর সমর্থক শুভাকাঙ্খীরা উদ্বিগ্ন ছিলেন। তবে মঙ্গলবারের ফলোআপে যে ফলাফল, তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ।
মন্তব্য করুন