নোয়াখালীতে দীর্ঘ ২৯ বছর পলাতক থাকার পর এক হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম মো. ইয়াছিন (৫৫)। তিনি চাটখিল উপজেলার দক্ষিণ দেলিয়াই গ্রামের মৃত আতিক উল্লাহর ছেলে।
পুলিশ জানায়, ১৯৯৬ সালের ২৫ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর সদর থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় আদালত ইয়াছিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন এবং দীর্ঘদিন বিভিন্ন এলাকায় ছদ্মবেশে বসবাস করে আসছিলেন।
বিশেষ অভিযানে র্যাব-১১ এর সহযোগিতায় চাটখিল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে হাজির করা হয়।
চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী জানান, গ্রেপ্তারের সময় আসামি নিজের পরিচয় স্বীকার করেন এবং মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলেও জানান। তাকে আদালতের নির্দেশনা অনুযায়ী কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন