বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসে নারী নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খুলনার সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখা ছাত্রদল।
বিক্ষোভ মিছিলে স্লোগান দেওয়া হয়- ‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’। এ সময় শাখা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সেক্রেটারি আবু উবাইদা মাহিন উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নারী নিপীড়নের প্রতিবাদে সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি পালন করার সময় হাজী মুহাম্মদ মুহসিন কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে এই স্লোগান দেওয়া হয়।
স্লোগানের বিষয়ে খুলনার সরকারি হাজী মুহাম্মদ মুহসীন কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু উবায়দা মাহিম বলেন, ‘রাজনৈতিক ভাষায় আমরা এ স্লোগানটি দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ১,২,৩,৪ ছাত্রদলের…এ ধরনের স্লোগান যদি দিতে পারে? তাহলে আমরা কেন নয়? এ ধরনের স্লোগান কারা তৈরি করতে পারে, তা সবাই জানে। তাই আমরা এ ধরনের স্লোগান দিয়েছি। তবে কোনো ছাত্রসংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে জবাইয়ের স্লোগান দেওয়া ঠিক না। স্লোগানটি শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া হয়েছে।’
কলেজটির অধ্যক্ষ ফারুখে আযম মু. আব্দুস ছালাম বলেন, ‘কলেজের ভেতরে কয়েকজন ছেলে-মেয়ে বিক্ষোভ মিছিল করেছে, তবে কী স্লোগান দিয়েছে তা শুনিনি। বিষয়টির খোঁজ-খবর নিচ্ছি।’
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, খুলনার মহসিন কলেজ শাখা ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা ‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’সহ নানা স্লোগান দিতে থাকেন। এ ছাড়াও ক্যাম্পাসের ভেতরে প্রদক্ষিণ করেন।
এদিকে ছাত্রশিবির বিরুদ্ধে এমন স্লোগান দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাবি শাখা শিবির নেতা মু. সাজ্জাদ হোসাইন খাঁন।
তিনি বলেন, ‘ছাত্রদল স্লোগান দিচ্ছে একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর। এটা আবার অফিসিয়াল পেজে শেয়ার করছে। তার মানে এটা তাদের অফিসিয়াল অবস্থান। খোদার কসম করে বলছি, যারা আওয়ামী লীগের রাজনীতি করতে চাচ্ছে, আওয়ামী লীগের জবানে কথা বলছে, তারা আওয়ামী লীগের মতোই পতনের পথে আগাচ্ছে।’
মন্তব্য করুন