চার দফা দাবিতে রোববার (৭ সেপ্টেম্বর) থেকে সারাদেশে অনির্দিষ্টকালের গণছুটিতে যাচ্ছেন পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মকর্তা-কর্মচারীরা। এতে বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সহ-দপ্তর সম্পাদক অঞ্জু রানী মালাকার।
তিনি জানান, পবিসের অবকাঠামো সংস্কার, চাকরিতে বৈষম্য দূরীকরণ, হয়রানিমূলক ব্যবস্থা বন্ধসহ চার দফা দাবি বহুবার জানানো হলেও তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেয়নি বিদ্যুৎ মন্ত্রণালয়। উল্টো আন্দোলনকারীদের চাকরিচ্যুতি, বদলি ও বরখাস্তসহ নানা শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে হয়রানি করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও দাবি জানানো হয় অন্যায়ভাবে বরখাস্তকৃত কর্মকর্তা-কর্মচারীদের চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নিতে হবে।
মন্তব্য করুন