লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সরদার পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় পরিবারের কয়েকজন সদস্য আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চরবংশীর মালেক খান ব্রিজসংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে সরদার ও খাঁ পরিবারের মধ্যে হাঁটার রাস্তার জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে সেরাজল সরদার তার পৈত্রিক জমিতে বাথরুম নির্মাণ শুরু করলে প্রতিপক্ষ বারেক খাঁ ও তার সহযোগীরা বাধা দেন। অভিযোগ রয়েছে, এ সময় তারা ৫০-১০০ জন বহিরাগত নিয়ে এসে সরদার পরিবারের ওপর হামলা চালান।
ধস্তাধস্তির একপর্যায়ে সরদার পরিবারের কয়েকজন আহত হন এবং স্থানীয়ভাবে চিকিৎসা নেন। সরদার পরিবারের দাবি, বারেক খাঁ ও তার ছেলে শাহজাহান খাঁ ফারুক রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের ঘর নির্মাণে আগেও বাধা দিয়েছেন এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।
সেরাজল সরদার জানান, “আমার বাবার কেনা জমিতে ঘর তুলতে গেলেই বাধা দেওয়া হচ্ছে। বারেক খাঁর ভাই শরীফ খাঁ দলিলপত্র ছাড়া প্রায় চার দশক ধরে তিন শতাংশ জমি দখল করে রেখেছেন। স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা হলেও তারা জমি ছাড়ছে না।”
স্থানীয়দের অভিযোগ, খাঁ পরিবার রাজনৈতিক ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছে। তারা ওয়াবদার সরকারি জমি থেকে লক্ষাধিক টাকার মাটি অপসারণসহ জমি দখল ও লুটপাটে জড়িত।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও দখলদারদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন