আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন,২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচন ভুলে গিয়ে আগামীর নির্বাচনকে করতে হবে অংশগ্রহণমূলক, উৎসবমুখর ও শান্তিপূর্ণ।”
তিনি আরও বলেন, নির্বাচন কেবল আইনশৃঙ্খলা বাহিনীর একক দায়িত্ব নয়। রাজনৈতিক দল, নির্বাচন কমিশন এবং জনগণ সবাইকে মিলেই পরিবেশ তৈরি করতে হবে।
পুলিশ সদস্যদের উদ্দেশে উপদেষ্টা বলেন,কোনো রাজনৈতিক দলের পক্ষ নেবেন না। জনগণের পাশে থাকুন, পেশাদারিত্ব বজায় রাখুন। আগামীর নির্বাচন যেন হয় অংশগ্রহণমূলক ও সুশৃঙ্খল।”
প্রশিক্ষণ প্রসঙ্গে তিনি জানান, নির্বাচনকেন্দ্রিক ‘মাস্টার ট্রেইনার’ প্রশিক্ষণ ইতোমধ্যে শেষ হয়েছে, এখন মাঠপর্যায়ের সদস্যদের প্রশিক্ষণ শুরু হয়েছে। এতে বাহিনীর সক্ষমতা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
নিয়োগ ও পোস্টিং বিষয়ে তিনি বলেন,পুলিশে এবার রিক্রুটমেন্ট হয়েছে একেবারে স্বচ্ছভাবে। মন্ত্রণালয় থেকে কাউকে সাজেস্ট করা হয়নি। পোস্টিং দেওয়া হচ্ছে লটারির মাধ্যমে। আমি যতদিন থাকব, এই নীতি বহাল থাকবে।”
মন্তব্য করুন