ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নির্বাচনী আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে সর্বদলীয় ঐক্য সংগ্রাম পরিষদের ডাকা সড়ক অবরোধের জন্য ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে তীব্র ভোগান্তিতে পড়েছে যাত্রীরা
বিজয়নগর সর্বদলীয় ঐক্য সংগ্রাম পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ইমাম হোসেনের নেতৃত্বে এ আন্দোলন চলছে।
রোববার (৭ সেপ্টেম্বর) সড়ক অবরোধ কারণে দুপুরের থেকে মহাসড়কের দুইপাশে যানবাহনের সারি দীর্ঘ হয়, যার ফলে যাত্রী ও চালকদের দুর্ভোগ চরমে পৌঁছায়।
ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকা শিশু, বৃদ্ধ ও অসুস্থ যাত্রীরা মারাত্মক দুর্ভোগের পড়েছে।
এ বিষয়ে আন্দোলনকারীরা জানান, বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়নকে বিভক্ত না করে পূর্বের মতো ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের আওতায় রাখতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
ট্রাকচালক হাবিবুর রহমান জানান, ঘণ্টার পর ঘণ্টা বসে থাকায় ট্রাকে থাকা পণ্য নষ্ট হয়ে যাচ্ছে সাথে জ্বালানিও শেষ হয়ে যাচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, আন্দোলনের ফলে মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। যাত্রীদের ভোগান্তি দূর করা জন্য পুলিশ কাজ করে যাচ্ছে
মন্তব্য করুন