ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলকে সমর্থন জানিয়ে হল সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের ভিপি (সহসভাপতি) প্রার্থী মাসুম বিল্লাল।
রোববার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে মাসুম বিল্লাল বলেন, “আমি মাসুম বিল্লাল। আমি আমার অবস্থান থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছি। আমি বিশ্বাস করি, কর্মীর চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়। সেই উপলব্ধি থেকেই আমি এ সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেন, “ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে, আমি ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী মো. আসিকুর রহমান আশিককে সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি।”
এর আগে কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস (সাধারণ সম্পাদক) পদের প্রার্থী ও বহিষ্কৃত এনসিপি নেতা মাহিন সরকারের পর আরও এক প্রার্থী সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে সরে দাঁড়ান।
তিনি হলেন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদপ্রার্থী আব্দুল্লাহ ইবনে হানিফ আরিয়ান। গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন এবং একই পদে তাঁর বন্ধু আহাদ বিন ইসলাম শোয়েবকে নৈতিক সমর্থন জানান।
আরিয়ান তার পোস্টে লেখেন, “আমার শরীর ভালো নেই, পাঁচ দিন ধরে একরকম বিছানায় পড়ে আছি, প্রচারণা চালানো সম্ভব হচ্ছে না। শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে গেছি।”
তিনি আরও বলেন, “আমি আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করেছি। এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য কিছু করার সুযোগ আছে। রাজনীতির চলমান ভাঙাগড়ার দ্বন্দ্বের মাঝে আমি আর নিজেকে এগিয়ে নিতে চাই না। ক্লাবের সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে অরাজনৈতিকভাবে এগিয়ে যেতে চাই।
মন্তব্য করুন