বগুড়া সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকার বাসিন্দা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিশিন্দারা ইউনিয়ন শাখার নায়েবে আমীর রায়হান আলী মন্ডল (৭০) ইন্তেকাল করেছেন।
রবিবার (৭ সেপ্টেম্বর) ভোরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।
বাদ জোহর টিএমএসএস মেডিকেল কলেজ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার ইমামতি করেন বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। পরে তাঁকে ঠেঙ্গামারা দহপাড়া পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র, ১ কন্যা এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজায় সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশারসহ বহু মানুষ অংশগ্রহণ করেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল এবং সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক।
এক শোকবার্তায় তাঁরা বলেন, “মরহুম রায়হান আলী সারা জীবন সমাজে কুরআন প্রতিষ্ঠা ও ইসলামী আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে গেছেন। এজন্য তিনি বিগত সময়ের জেল-জুলুম ও নির্যাতনও সহ্য করেছেন। তার কর্মময় জীবন আমাদের জন্য অনুকরণীয়।”
তারা আরও বলেন, “আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন মরহুমের সব গুনাহ মাফ করে তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন।”
এছাড়া রায়হান আলীর ইন্তেকালে পৃথক শোকবার্তা দিয়েছেন তালিমুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আব্দুল হালিম বেগ ও সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম।
মাজলিসুল মুফাচ্ছিরিন বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল হালিম এবং সাধারণ সম্পাদক মাওলানা ড. হেদায়েতুল ইসলামও গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন
মন্তব্য করুন