মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। অন্যদিকে নিত্যনতুন ফিচারও নিয়ে আসছে অ্যাপটির মূল প্রতিষ্ঠান মেটা। এবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং মেসেজিং প্ল্যাটফর্মেও বাড়ছে এআই এর ব্যবহার। ফলে এসব প্ল্যাটফর্ম ব্যবহার আরও মজার এবং নিরাপদ হচ্ছে।
বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে অনেক আগেই যুক্ত হয়েছে এআই। এবার আরও একটু নতুন এআই ফিচার যুক্ত করছে মেটা। যার ফলে মেসেজ পড়া আরও সহজ হবে। এই ফিচারের নাম হলো এআই সামারাইজ। ব্যবহারকারীর সব আনরিড মেসেজের একটি সংক্ষিপ্ত এবং সহজ সারাংশ তৈরি করে দেবে এআই।
হোয়াটসঅ্যাপের এই নতুন এআই ফিচারটি গ্রুপ চ্যাট এবং ব্যক্তিগত বার্তা উভয়ের জন্যই কাজ করবে। অর্থাৎ বন্ধুদের গ্রুপ চ্যাট হোক বা গুরুত্বপূর্ণ অফিস বার্তা, এখন আপনি প্রতিটি বার্তা না খুলেই কী ঘটছে তা জানতে পারবেন।
এআই সামারাইজ ফিচারটি আপনাকে এমন সব বার্তার একটি আভাস তৈরি করে দেবে, যা আপনি এখনো পড়েননি। এটি নিশ্চিত করবে যে, আপনি কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস করবেন না এবং আপনি সর্বদা আপডেট থাকবেন।
এই নতুন বৈশিষ্ট্যটির আরেকটি বিশেষ বিষয় হল, এটি আপনাকে কেবল বার্তাগুলোর সারাংশই দেবে না বরং কোন বার্তাগুলো গুরুত্বপূর্ণ এবং কোনগুলো তাৎক্ষণিকভাবে পড়ার প্রয়োজন নেই, তাও আপনাকে পরামর্শ দেবে। এর অর্থ হলো, আপনার সময় সাশ্রয় হবে এবং গুরুত্বপূর্ণ বার্তাটিও আপনার কাছে পৌঁছাবে।
এই ফিচারটি তাদের জন্য সুবিধা বেশি, সেই দলে যদি এমন লোকেরা পড়েন, যারা মাঝে মাঝে গুরুত্বপূর্ণ বার্তা পড়তে ভুলে যান। অনেকেই আবার মেসেজ দেখে বিভ্রান্ত হন, তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। এই ফিচারের মাধ্যমে এআই আপনার সব আনরিড মেসেজ একটি সংক্ষিপ্ত এবং সহজ সারাংশ তৈরি করে দেবে। ফলে আপনাকে আর কষ্ট করে সব মেসেজ পড়তে হবে না।
সূত্র: দ্য ভার্জ
মন্তব্য করুন