পরিবেশগতভাবে সংকটাপন্ন এলাকার তদারকি বৃদ্ধি এবং বন্যপ্রাণী ট্রাস্ট তহবিল গঠনের মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণে অনুদান দিয়েছে সুইডেন। বাংলাদেশ সরকার এবং সুইডেন সরকারের মধ্যে ‘স্ট্রেনদেনিং ক্যাপাসিটি ফর ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড ইম্প্রুভড ক্লাইমেট রেজিলেন্স’ শীর্ষক প্রকল্পের অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়।
বৃহস্পতিবার (৩ জুলাই) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই চুক্তির আওতায় সুইডেন সরকার প্রায় ৪.৯ মিলিয়ন সুইডিশ ক্রোনা বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ১৬ লাখ টাকা অনুদান দেবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকল্পটির মূল লক্ষ্য হলো বাংলাদেশের জৈববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রাতিষ্ঠানিক ও কৌশলগত সক্ষমতা জোরদার করা। এর অংশ হিসেবে সংরক্ষণ কার্যক্রমকে জলবায়ু সংশ্লিষ্ট বৃহত্তর লক্ষ্যগুলোর সঙ্গে যুক্ত করা, সংবেদনশীল পরিবেশগত অঞ্চলের (ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়াস-ইসিএ) তদারকি ও আইন প্রয়োগ কাঠামো শক্তিশালী করা এবং টেকসই অর্থায়নের লক্ষ্যে একটি পৃথক বন্যপ্রাণী ট্রাস্ট ফান্ড গঠনের প্রস্তুতি নেওয়া হবে।
২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটির কার্যক্রম চলবে।
বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব (রুটিন দায়িত্বে) ড. এ কে এম শাহাবুদ্দিন এবং সুইডেন সরকারের পক্ষে দেশটির হেড অব ডেভলপমেন্ট কর্পোরেশন ও চার্জ দ্যা অ্যাফিয়ার্স মারিয়া স্ট্রিডসম্যান চুক্তিটি সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সুইডেন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন