ইরানের পক্ষ নিয়েছে যে যে দেশ - প্রজন্ম ২৪ বিডি
Abdullah al Masum
১৩ জুন ২০২৫, ৩:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইরানের পক্ষ নিয়েছে যে যে দেশ

বিশ্বের বিভিন্ন দেশের পতাকা। ছবি : সংগৃহীত

ইরানে ইসরায়েলের হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ হামলায় আন্তর্জাতিক অঙ্গনেও সমালোচনার ঝড় উঠেছে। অনেক দেশ ও আন্তর্জাতিক সংস্থা প্রকাশ্যে বলেছে যে এই হামলা অগ্রহণযোগ্য ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। বিশেষ করে তিন মুসলিম দেশ- ওমান, ইন্দোনেশিয়া ও সৌদি আরব স্পষ্ট ভাষায় এই হামলার নিন্দা জানিয়েছে। তারা বলেছে, এটি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকিতে ফেলেছে।

ওমানের নিন্দা

ওমান বলেছে, ইসরায়েলের এই হামলা বিপজ্জনক ও অগ্রহণযোগ্য। ওমান আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ করেছে যে তারা দৃঢ় ও স্পষ্ট পদক্ষেপ নিয়ে এই আগ্রাসন বন্ধ করুক। ওমান মনে করে, এই হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নীতিমালা লঙ্ঘন করেছে।

ইন্দোনেশিয়ার সমালোচনা

ইন্দোনেশিয়া জোরালো ভাষায় জানিয়েছে, ইসরায়েলের এ হামলা অস্থিরতা আরও বাড়াতে পারে ও মধ্যপ্রাচ্যে অগ্নিসংযোগ ঘটাতে পারে। দেশটি সকল পক্ষকে অনুরোধ করেছে, তারা সংযম প্রদর্শন করুক ও উত্তেজনা কমাতে পদক্ষেপ গ্রহণ করুক।

সৌদি আরবের নিন্দা

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে হামলা দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তার সুস্পষ্ট লঙ্ঘন। আন্তর্জাতিক আইন ও মান অগ্রাহ্য করে এ ধরনের পদক্ষেপ গ্রহণ অগ্রহণযোগ্য বলেও উল্লেখ করেছে তারা।

ওমান, ইন্দোনেশিয়া ও সৌদি আরব সবাই আন্তর্জাতিক মহলকে মধ্যপ্রাচ্যে অস্থিরতা ও অরাজকতা বন্ধে কার্যকর ও সুস্পষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

এদিকে জাতিসংঘ ও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও জাপানও স্থিতিশীলতা ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে। অস্ট্রেলিয়া বলেছে, মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও বাড়লে তা বিশ্ব নিরাপত্তার জন্য হুমকিতে পরিণত হতে পারে। অপরদিকে, নিউজিল্যান্ড ও জাপান বলেছে, সামরিক পদক্ষেপ গ্রহণ সমাধান নিয়ে আসে না; তাই সবাইকে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে অগ্রাধিকার দিতে হবে।

বৃহস্পতিবার (১২ জুন) রাত ৩টার দিকে ইরানে হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতারা নিহত হন। এদের মধ্যে রয়েছেন, সলামি রেভল্যুশনারি গার্ডের কমান্ডার ইন চিফ জেনারেল হোসেইন সালামি ও সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি।

এ ছাড়া ইসরায়েলের হামলায় ইরানের ২ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। তাসনিম নিউজের বরাতে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলি হামলায় পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মেহেদি তেহরানচি এবং ফেরেদুন আব্বাসি নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ জুন) সকালে ইসরায়েলে পাল্টা হামলা চালায় ইরান। গত কয়েক ঘণ্টায় ইরান ইসরায়েলে ১০০টিরও বেশি ড্রোন ছুঁড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেগুলো ভূপাতিত করার চেষ্টা করছে।

দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, পাল্টা আক্রমণে ব্যবহার করা ইরানের ড্রোনগুলোর মধ্যে শক্তিশালী শাহেদ ভেরিয়েন্টও রয়েছে। ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে এমন একটি ড্রোনকে ইরানি শাহেদ-১৩৬ ড্রোন বলে শনাক্ত করেছে ইসরায়েলিরা। এটিই পূর্ব ইরাকের উপর দিয়ে নিচু হয়ে পশ্চিম দিকে উড়ে যাচ্ছিল। এর মধ্য দিয়ে ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু হয়েছে, বলছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

তথ্যসূত্র: রয়টার্স, আলজাজিরা, বিবিসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জানাজা শেষে পাইলট তৌকিরের মরদেহ রাজশাহীর পথে

আহতদের চিকিৎসায় জামায়াতের ৫০ লাখ টাকা ও ২০ সার্জন নিযুক্ত

বার্ন ইনস্টিটিউটের সামনে উপচে পড়া ভিড়

আহতদের চিকিৎসায় সিঙ্গাপুরের মেডিকেল টিম

মেহেরীন চৌধুরী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি

মাইলস্টোন ট্রাজেডিতে শোক কর্মসূচি ক্রীড়া সংগঠনগুলোর

৬ দফা দাবিতে উত্তাল মাইলস্টোন

মাইলস্টোনে গিয়ে তোপের মুখে আইন উপদেষ্টা

রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত হবেন তৌকির

নিহতদের সম্মানে দুপুরের পর বন্ধ থাকবে হাইকোর্টের বিচারকাজ

১০

বিমান দুর্ঘটনায় ব্রিটিশ মন্ত্রীর শোক প্রকাশ

১১

আহতদের বিনামূল্যে চিকিৎসা দেবে সরকার: স্বাস্থ্য উপদেষ্টার

১২

বিয়ের বছর না ঘুরতেই চলে গেলেন পাইলট তৌকির

১৩

বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘের সমবেদনা

১৪

পরিবারের কাছে হস্তান্তর ৮ মরদেহ

১৫

হতাহতের সংখ্যা গোপনের দাবি সঠিক নয় : প্রেস উইং

১৬

ভারি বৃষ্টির পূর্বাভাস

১৭

উত্তরায় বিমান বিধ্বস্ত: রাষ্ট্রীয় শোক আজ

১৮

বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ২৭, চিকিৎসাধীন ৭৮

১৯

এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত আজ

২০