রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫০ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে এবং ২০ জন সার্জন চিকিৎসক নিযুক্ত করেছে।
মঙ্গলবার (২২ জুলাই)রাজধানীতে বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানের জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন বলেন, বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তা হিসেবে প্রাথমিকভাবে ৫০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি ২০ জন সার্জন নিয়োজিত করা হয়েছে যাতে চিকিৎসাটা দ্রুত হয়।
এর আগে সোমবার (২১ জুলাই) দুর্ঘটনার পরপরই আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি আহতদের চিকিৎসা খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
একইসঙ্গে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় মঙ্গলবার (২২ জুলাই) দেশব্যাপী দোয়া ও মোনাজাত কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় আজ দেশব্যাপী দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।”
তিনি আরও জানান, “২১ জুলাই সোমবার বেলা দেড়টার দিকে ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনের ওপর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে বিমানের পাইলটসহ অন্তত ২০ জন শিক্ষার্থী প্রাণ হারান এবং প্রায় ২০০ শিক্ষার্থী গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে দলের সর্বস্তরের কর্মী ও এলাকাবাসীকে দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রমে অংশ নিতে এবং আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন