স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচ হেরে চাপে রয়েছে বাংলাদেশ দল। তবে শুধু সিরিজে টিকে থাকার জন্যই নয়, আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগও রয়েছে বাংলাদেশের। একই সঙ্গে বাংলাদেশ একটি ম্যাচ জিতলেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে পাকিস্তানের র্যাঙ্কিংয়েও।
বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান দশম, ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে। নবম অবস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৭৭। যদি বাংলাদেশ অন্তত একটি ম্যাচ জেতে, তাহলে টাইগাররা সমান ৭৭ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হটিয়ে নবম স্থানে উঠে আসবে। আর সিরিজের বাকি দুই ম্যাচই জিততে পারলে বাংলাদেশের পয়েন্ট হবে ৮০।
অন্যদিকে, এই সিরিজের ফলাফলে লাভবান হতে পারে পাকিস্তানও। শ্রীলঙ্কা বর্তমানে রয়েছে চতুর্থ স্থানে, তাদের রেটিং পয়েন্ট ১০৪। সমান পয়েন্ট থাকলেও নেট রেটিংয়ে পিছিয়ে থাকায় পাকিস্তান রয়েছে পঞ্চম স্থানে। তবে শ্রীলঙ্কা যদি অন্তত একটি ম্যাচে হারে, তাহলে তাদের পয়েন্ট হবে ১০৩, আর এতে করে পাকিস্তান উঠে যাবে চতুর্থ স্থানে। যদি লঙ্কানরা সিরিজে পরের দুই ম্যাচেই হারে, তবে তারা নেমে যাবে ১০০ রেটিং পয়েন্টে এবং থাকবে পঞ্চম স্থানে।
প্রসঙ্গত, সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭৭ রানে হেরেছে বাংলাদেশ। তাই সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ওয়ানডে জেতা জরুরি। আজ (৫ জুলাই) বিকেল ৩টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল। শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ৮ জুলাই একই ভেন্যুতে।
মন্তব্য করুন