চার বছর পর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজকের ফিফা প্রীতি ম্যাচে দুই দলই গোলের দেখা না পাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে জামাল ভূঁইয়ারা।
আশি-নব্বইয়ের দশকে নেপালের বিপক্ষে দাপুটে ফুটবল খেললেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পিছিয়ে রয়েছে। নেপালের বিপক্ষে সর্বশেষ জয় আসে পাঁচ বছর আগে। আর আজকের ড্রটি ছিল নেপালের মাটিতে চার বছর পর পাওয়া প্রথম ড্র। ২০২২ সালে সর্বশেষ দেখা হওয়া ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে হেরে গিয়েছিল।
আগামী অক্টোবরেই শুরু হচ্ছে এশিয়ান কাপ বাছাই পর্ব। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে এই ফিফা উইন্ডোতে প্রস্তুতি ম্যাচ খেলছে দুই দল। প্রথম ম্যাচেই গোলশূন্য ড্র—দুই দলের কাছেই এটি সতর্কবার্তা হিসেবেই দেখা যাচ্ছে।
ম্যাচের সবচেয়ে স্পষ্ট সুযোগ তৈরি করে বাংলাদেশ। ৩৬ মিনিটে রহমত মিয়ার লম্বা থ্রো ইন ধরতে নেপালের গোলরক্ষক কিরণ বক্স ছেড়ে বেরিয়ে এলেও বল হাতে ধরতে ব্যর্থ হন। কিন্তু বাংলাদেশি ফরোয়ার্ড ফাঁকা পোস্টে বল রাখতে ব্যর্থ হন। ম্যাচে আর তেমন বড় কোনো সুযোগ তৈরি হয়নি।
সম্প্রতি এএফসি ঘোষণা দিয়েছে, দশরথ স্টেডিয়াম বড় টুর্নামেন্ট আয়োজনের জন্য উপযুক্ত নয়। আজকের ম্যাচে মাঠের অবস্থা সেই সমালোচনাকে সত্যি প্রমাণ করেছে। হালকা বৃষ্টিতে মাঠ ভারী হয়ে যায়, যার প্রভাব পড়ে খেলোয়াড়দের পারফরম্যান্সে। স্বাগতিক দলের কয়েকজন ফুটবলার মাঠের কারণে চোট পান, যদিও গুরুতর ইনজুরি হয়নি।
বাংলাদেশের নিয়মিত গোলরক্ষক মিতুল মারমা আজ খেলেননি। তার জায়গায় অভিষেক হয় সুজন হোসেনের, যিনি প্রথম ম্যাচেই আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখান। যদিও নেপাল বেশ কয়েকবার আক্রমণে উঠে এলেও বাংলাদেশের রক্ষণভাগ তাদের তেমন সুযোগ দেয়নি।
নেপালের ফুটবলাররা গত দুই বছর ঘরোয়া লিগ না খেললেও প্রায় দেড় মাসের ক্যাম্পে প্রস্তুতি নিয়ে মাঠে নামে। অস্ট্রেলিয়ান কোচ ম্যাট রসের অধীনে তারা গুছিয়ে খেলার চেষ্টা করে এবং মাঝমাঠে কিছুটা আধিপত্যও দেখায়।
দুই দলের মধ্যকার দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর, একই ভেন্যুতে।
মন্তব্য করুন