নেদারল্যান্ডসের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে এশিয়া কাপের প্রস্তুতি সারছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই সিরিজে ইতিমধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে আছে লিটন দাসের নেতৃত্বাধীন দলটি।
তবে এই সিরিজের পরেই আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে টাইগারদের জন্য। নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ ম্যাচ খেলে দলটি রওনা দেবে সংযুক্ত আরব আমিরাতের পথে, যেখানে এশিয়া কাপের পাশাপাশি আফগানিস্তানের সঙ্গে একটি দ্বিপাক্ষিক সিরিজও খেলবে তারা।
সংক্ষিপ্ত এই সফর শেষ করেই অক্টোবরে দেশে ফিরবে বাংলাদেশ দল, তবে বিশ্রামের সময় খুব বেশি নেই। কারণ, ১৫ অক্টোবর বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। প্রায় ১৭ দিনের এই সফরে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল।
টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে দ্বিপাক্ষিক লড়াই, আর সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ঢাকায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে ওয়ানডে সিরিজ।
এতেই শেষ নয়। ক্যারিবীয়দের বিদায়ের পর খুব বেশি বিশ্রাম মিলবে না বাংলাদেশ দলের। ৭ নভেম্বর ঢাকায় পা রাখবে আয়ারল্যান্ড, একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে। এই সফরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি – তিন ফরম্যাটেই মুখোমুখি হবে দুই দল। যদিও এখনো ম্যাচগুলোর ভেন্যু নির্ধারিত হয়নি, তবে সম্ভাব্য টি-টোয়েন্টি ম্যাচগুলো সিলেটে আয়োজনের চিন্তাভাবনা রয়েছে।
একাধিক সিরিজ ও টুর্নামেন্ট সামনে রেখে ব্যস্ত সময় পার করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল, যেখানে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ বিশ্বকাপ ও আইসিসি র্যাঙ্কিংয়ের জন্য।
মন্তব্য করুন