বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রাইভেট ইউনিভার্সিটি শাখার উদ্যোগে, জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে “জুলাই শহীদ স্মৃতি আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে রাজধানীর পাঁচখোলা, মাদানি অ্যাভিনিউ, ১০০ ফিট রোড এলাকায় হ্যাং আউট টার্ফ ফুটবল মাঠে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় গত শনিবার (২৬ জুলাই)।
উক্ত টুর্নামেন্টে নর্থ সাউথ, আইইউবি, নর্দান, ইউআইইউ, এআইইউবি, সাউথইস্ট, মানারাত, উত্তরা, বিইউএফটি, অতীশ দীপঙ্কর, আহসানউল্লাহ ইউনিভার্সিটি, ঢাকা ইনশাআল্লাহ, ডেফোডিল ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট, গ্রিন ইউনিভার্সিটি—সহ মোট ২৬টি বিশ্ববিদ্যালয়ের ৩২টি দল অংশগ্রহণ করে। নকআউট পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টে প্রতি ম্যাচে ‘ম্যান অব দ্য ম্যাচ’ প্রদান করা হয়। চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও প্রাইজমানি হিসেবে ১৫ হাজার টাকা এবং রানারআপ দলকে ট্রফি ও ১০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়।
ফাইনালে ট্রাইব্রেকারে নর্দান ইউনিভার্সিটি ৫-৪ গোলে বিইউবিটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। রানারআপ বিইউবিটির এক শিক্ষার্থী বলেন, এমন একটি টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে তারা আরও বেশি ছাত্রবান্ধব কাজে এগিয়ে আসবে, এমন প্রত্যাশা রইল।
চ্যাম্পিয়ন হওয়া নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জানান, “আমরা অনেক টুর্নামেন্টে অংশ নিয়েছি, কিন্তু ছাত্রশিবিরের আয়োজনে টুর্নামেন্টটি ব্যতিক্রম মনে হয়েছে। তারা সুশৃঙ্খলভাবে টুর্নামেন্ট পরিচালনা করেছে।”
নামাজের সময় টার্ফে নামাজ আদায়ের ব্যবস্থা শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। এছাড়া কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছানো বিশ্ববিদ্যালয়ের সব দলকে উপহার হিসেবে আল-কুরআনের বঙ্গানুবাদ প্রদান করা হয়।
আয়োজক প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখার সভাপতি রেজাউল করিম বলেন, আমরা জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে এই আয়োজন করেছি। আমরা চাই এই টুর্নামেন্টের মধ্য দিয়ে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে সম্পর্ক দৃঢ় করুক, সম্প্রীতির মেলবন্ধন হোক।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার সভাপতি জাহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা জুলাই বিপ্লবকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হবে, এমন প্রত্যাশা করি। আমরা চাই প্রতিটি ক্যাম্পাসে ইসলামের সুমহান সৌন্দর্য পৌঁছে দিতে।
ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার সেক্রেটারি আশরাফুল ইসলাম জায়েদের সঞ্চালনায় ও সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে টুর্নামেন্টটির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখার সভাপতি রেজাউল করিমসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।