আচরণবিধি লঙ্ঘন করে ছাত্রদল-বাগছাসের প্রার্থীদের ভোজের একাধিক আয়োজন - প্রজন্ম ২৪ বিডি
Tarek Aziz
৫ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আচরণবিধি লঙ্ঘন করে ছাত্রদল-বাগছাসের প্রার্থীদের ভোজের একাধিক আয়োজন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে রেস্টুরেন্টে প্রথম বর্ষের শতাধিক শিক্ষার্থী নিয়ে ভোজের আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) শহীদুল্লাহ হলের ২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার্থীদের নিয়ে চাঁনখারপুলের রাজধানী হোটেলের দ্বিতীয় তলায় এ ভোজের আয়োজন করা হয়।

প্রাথমিকভাবে এ আয়োজনের পেছনে চারজন প্রার্থীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। প্রার্থীরা হলেন ছাত্রদল মনোনীত প্যানেলের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদপ্রার্থী এহসানুল ইসলাম, শহীদুল্লাহ্ হল সংসদের ভিপি পদপ্রার্থী মাসুম বিল্লাহ, সদস্য প্রার্থী রিয়াদুস সালেহীন এবং আবু নাঈম।

এ প্রার্থীদের মধ্যে শহীদুল্লাহ হল সংসদের ভিপি প্রার্থী মাসুম বিল্লাহ ২০২২ সালে ছাত্রলীগের হয়ে ছাত্রদলের উপর হামলা করতে গিয়ে আহত হন। সদস্য প্রার্থী রিয়াদুস সালেহীন যে প্যানেল থেকে নির্বাচন করছে তা বাগছাসের প্যানেল বলে অভিযোগ রয়েছে। ঐ প্যানেলের ১১ জনের মধ্যে ৫ জনই বাগছাসে পদধারী নেতা। ঐ প্যানেলে ছাত্রলীগের সর্বশেষ কমিটির ৩ জন নেতাও রয়েছে। এ ছাড়া আরেক সদস্য প্রার্থী আবু নাইম বাগছাস এর ঢাবি শাখার সদস্য।

রাজধানী হোটেলের অভ্যন্তরে এ প্রার্থীদের ভোজের একাধিক ছবি প্রতিবেদকের হাতে আসে। সেখানে দেখা যায়, টেবিলে বসে শিক্ষার্থীরা খাওয়াদাওয়া করছেন, আর অভিযুক্ত চারজন দাঁড়িয়ে এবং হেঁটে তাদের দেখাশোনা করছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের প্যানেলের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এহসানুল ইসলাম বলেন, আমাকে আমার এক জুনিয়র খাওয়ার জন্য ডেকেছে। আমরা একসাথে খেয়ে ওখান থেকে চলে এসেছি। এখানে কে বা কারা আমাদের ছবি তুলে মব তৈরীর চেষ্টা করছে।

ছবির বিষয়ে তিনি বলেন হোটেলে তো অনেকেই থাকবে। সেখানে তাদের বাকিদের সাথে আমার সম্পর্ক নেই।

শহীদুল্লাহ্ হল সংসদের ভিপি প্রার্থী মাসুম বিল্লাহ বলেন, ভোজের আয়োজন আমি করিনি। আমি নিজের খাওয়াদাওয়া করতে সেখানে গিয়েছি। সেখানে আমি কোনো আয়োজক ছিলাম না। খাওয়ার জন্য কাউকে ডাকিনি। ওখানে আমি অনেককে দেখেছি৷ কিন্তু তারা কারা আমি জানি না।

শহীদুল্লাহ হল সংসদে বাগছাস সমর্থিত প্যানেলের সদস্য প্রার্থী আবু নাইমকে জিজ্ঞেস করলে শুরুতে তিনি তাজ্জব বনে বলেন, আমি খাওয়া দাওয়া করেছি? পরে ছবির বিষয়ে বলা হলে তিনি বলেন, আমাকে আমার এক সিনিয়র ডেকেছে। আমাকে বলা হয়েছে এক সিনিয়র ভাই খাওয়াবে। কিন্তু কে খাওয়াইছে তা আমি জানি না। আমি খাওয়াদাওয়া করেছি এটা ঠিক। কিন্তু আমি আয়োজক না। আয়োজক কে ছিল তা আমি বলতে পারব না।

এ দিকে বাগছাসের সমর্থিত ঐ হলের আরেক সদস্য প্রার্থী রিয়াদুস সালেহীনের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেনে নিন ভিপি-জিএস প্রার্থীরা কে কোন কেন্দ্রে ভোট দেবেন

আগামীকাল বন্ধ থাকবে শাহবাগসহ যেসব সড়ক

অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৫৯ কর্মকর্তা

আগামীকাল ঢাবিতে মোতায়েন থাকবে ২০৯৬ পুলিশ সদস্য

আগামীকাল বন্ধ থাকবে ঢাবি মেট্রোরেল স্টেশন

ভোক্তা অধিদপ্তরে নতুন ডিজি নিয়োগ

জামায়াত আমিরের সঙ্গে জাতিসংঘ মানবাধিকার উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক সচিব কারাগারে

সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে প্রস্তুত সেনাবাহিনী

নেপালে জেন জি আন্দোলনে নিহত ১৪, সহিংসতা চরমে

১০

বিক্ষোভে উত্তাল নেপাল, পার্লামেন্টে ঢুকে পড়েছে জনতা

১১

খালেদা জিয়ার নাম ভাঙিয়ে কোটি টাকার প্রতারণা, সিআইডির মামলা

১২

ডাকসু নির্বাচনেরে প্রশাসনকে কঠোর অবস্থানে যাওয়ার আহ্বান

১৩

ডাকসুর ছাত্রদল-শিবিরের প্রার্থীদের ফেসবুক আইডি উধাও

১৪

ষড়যন্ত্রের অভিযোগে সাবেক সচিবসহ গ্রেপ্তার ৬

১৫

নির্দিষ্ট সময়সূচিতে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার

১৬

শাহবাগে জুলাই ঐক্যের মানববন্ধনের ঘোষণা

১৭

রাকসু নির্বাচনে ছাত্রশিবিরের পূর্ণ প্যানেল ঘোষণা

১৮

‘গণছুটিতে’ থাকা কর্মীরা ২৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ না দিলে ব্যবস্থা

১৯

ডেঙ্গু প্রান নিল ৩ জনের,  ভর্তি ৫৮০ জন

২০