লা লিগার নতুন মৌসুমের প্রথম ম্যাচেই দারুণ শুরু করল রিয়াল মাদ্রিদ। বার্নাব্যুতে ওসাসুনার বিপক্ষে ১–০ গোলের জয় পেয়েছে জাবি আলোনসোর দল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি-র প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ম্যাচের একমাত্র গোলটি করেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। বিরতির পর ৫১ মিনিটে বক্সে ফাউল হলে পেনাল্টির বাঁশি দেন রেফারি। স্পটকিকে ঠাণ্ডা মাথায় গোলরক্ষক সার্জিও হেরেরাকে ভুল পথে পাঠান এমবাপ্পে।
এদিন রিয়াল সমর্থকদের জন্য বাড়তি আনন্দের ছিল ট্রেন্ট আলেকজান্ডার–আর্নল্ডের লা লিগা অভিষেক। লিভারপুল থেকে আসা ইংলিশ রাইট–ব্যাক প্রথমবার বার্নাব্যুতে মাঠে নেমে ৬৮ মিনিট পর্যন্ত খেলেন এবং বদলি হওয়ার সময় পান দাঁড়িয়ে অভিবাদন।
শুধু ট্রেন্ট নন, আরও কয়েকজন নতুন মুখেরও লা লিগায় অভিষেক হয়েছে। ডিন হুইজন, আলভারো কারেরাস ও কিশোর মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোও প্রথমবার রিয়ালের হয়ে লিগে নামেন। তাদের দূরপাল্লার শট বারবার পরীক্ষায় ফেলেছিল ওসাসুনা গোলরক্ষককে।
ওসাসুনা অবশ্য শেষ দিকে সমতা ফেরানোর চেষ্টা করে। তবে যোগ হওয়া সময়ের তৃতীয় মিনিটে গনসালো গার্সিয়াকে ফাউল করে লাল কার্ড দেখেন আবেল ব্রেতোনেস। ফলে ১০ জনের দলে পরিণত হয়ে সব আশা শেষ হয়ে যায় অতিথিদের।
নতুন কোচ জাবি আলোনসোর অধীনে লিগের প্রথম ম্যাচেই জয়ে মৌসুম শুরু করলো রিয়াল। আর সমর্থকদের জন্য এর চেয়ে ভালো সূচনা আর কী হতে পারে!
মন্তব্য করুন