আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করা আলোচিত নারী প্রার্থী ফাতেমা তাসনিম জুমাকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন দীপংকর বড়ুয়া নামের একজন । সেই চিঠিতে উপহার হিসেবে ১০ হাজার নগদ টাকাও ওই ভদ্রলোক । তবে জুমা সে টাকা ‘জোরাজুরি’ করে ফেরত দিয়ে দিয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে জুমা তার ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। সেখানে দীপংকর বড়ুয়া নামে ব্যক্তির লেখা চিঠিটিও শেয়ার করেন তিনি।
জুমা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, ‘আজ একজন আংকেল, তার ভাগনেকে নিয়ে ক্যাম্পাসে আসলেন আমি শো শেষে জুনিয়রদের সঙ্গে আলাপচারিতা করছিলাম এমন সময়। অনেক দোয়া করলেন। তারপর হাতে একটা খাম দিয়ে বললেন আমার জন্য একটা চিঠি লিখেছেন।’
তিনি আরও লেখেন, ‘আমি পরে খাম খুলে দেখি একটা চিঠি ও ১০ হাজার টাকা। অনেক জোরাজোরির পর আংকেল টাকা ফেরত নিয়েছেন। আমি আসলে জানি না এ ভালোবাসার দায় মিটাবো কীভাবে! আমার সাহস যোগ্যতা সততা বাড়িয়ে দিও মাবুদ!’
সবশেষ ফাতেমা তাসনিম জুমা শুভেচ্ছা জানিয়ে লেখা চিঠির নামটি সবার দৃষ্টিগোচর করেছেন। তিনি লেখেন, ‘টুইস্ট, আংকেল এর নামের দিকে তাকান।’
মন্তব্য করুন