রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) তিন নির্বাচনে মনোনয়ন সংগ্রহন করেছেন ১২৩৩ জন। এর মধ্যে কেন্দ্রীয় ২৩টি পদে ৩৯৫ জন ও সিনেটের ৫টি পদে ৮৪ জন প্রার্থী ও ১৭টি হল সংসদ নির্বাচনে বিভিন্ন পদে ৭৫৪ জন।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে মনোনয়ন বিতরণ কার্যক্রম শেষে রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান এবং প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক শারমিন হামিদ এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানান, মনোনয়নের কার্যক্রম আজ শেষ হলো। মনোনয়ন বিতরণের সময় বাড়ানোর আর কোনো সুযোগ নেই। তবে আজ প্রার্থী হলেন তারা কালকেও ডোপ টেস্ট করতে পারবেন
রাকসু নির্বাবিভিন্ন রাজনৈতিক ও শিক্ষার্থীদের প্যানেল থেকে মনোনয়ন নিয়েছেন শিক্ষার্থীরা। এরমধ্যে ছাত্রদল ২৬ জন, ছাত্রশিবির ২১ জন, গণ ছাত্রজোট ২৩ জন, আফরিন জাহান ২৩ জন, সচেতন শিক্ষার্থী পরিষদ ১৫ জন, আধিপত্যবাদ বিরোধী ঐক্য ২১ জন, অপরাজেয় ৭১ জাগ্রত ১৩ জন, তৌহিদুল ইসলাম ৭ জন, নাজমুস সাকিব ৬ জন, পদ উল্লেখ ব্যতীত ৯ জনসহ মোট ২১৪ জন প্রার্থী প্যানেল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এছাড়াও রাকসুর কেন্দ্রীয় ২৩ পদ অনুযায়ী সহ-সভাপতি (ভিপি) পদে লড়াই করবেন ১৪ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) ১০ জন, সম্পাদক, ক্রীড়া ও খেলাধুলা ৮ জন, সহকারী সম্পাদক, ক্রীড়া ও খেলাধুলা ৪ জন, সম্পাদক, সংস্কৃতি বিষয়ক ৫ জন, সহকারী সম্পাদক, সংস্কৃতি বিষয়ক ৭ জন, সম্পাদক, মহিলা বিষয়ক ৫ জন, সহকারী সম্পাদক, মহিলা বিষয়ক ৪ জন, সম্পাদক, তথ্য ও গবেষণা ৯ জন, সহকারী সম্পাদক, তথ্য ও গবেষণা ৫ জন, সম্পাদক, মিডিয়া ও প্রকাশনা ৭ জন, সহকারী সম্পাদক, মিডিয়া ও প্রকাশনা ৪ জন, সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি ৩ জন, সহকারী সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি ৬ জন, সম্পাদক, বিতর্ক ও সাহিত্য বিষয়ক ৩ জন, সহকারী সম্পাদক, বিতর্ক ও সাহিত্য বিষয়ক ৮ জন, সম্পাদক, পরিবেশ ও সমাজকল্যাণ ১৩ জন, সহকারী সম্পাদক, পরিবেশ ও সমাজকল্যাণ ১১ জন এবং নির্বাহী সদস্য ৪টি পদে মোট ৫১ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করবেন।
মন্তব্য করুন