আগামীকাল ফের অবরোধ - প্রজন্ম ২৪ বিডি
Tarek Aziz
১০ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আগামীকাল ফের অবরোধ

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে দিনভর চলা মহাসড়ক অবরোধ কর্মসূচি আজকের মতো স্থগিত করলেও আগামীকার ফের ৭টা থেকে অবরোধ শুরু হবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা ।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে শুরু হওয়া এই অবরোধ সন্ধ্যা ৬টার দিকে অর্থাৎ ১১ ঘণ্টা পর স্থগিত করা হয়। তবে আন্দোলনকারীরা জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে আবারও অবরোধ শুরু হবে।

অবরোধ তুলে নেওয়ার পর ধীরে ধীরে যানবাহন চলাচল স্বাভাবিক হতে থাকে এবং দীর্ঘ সময় আটকে থাকা যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। অনেকেই খাবার-পানি ও দীর্ঘ অপেক্ষার ভোগান্তি সামলে গন্তব্যের উদ্দেশে রওনা হন।

অন্যদিকে, আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের একাধিকবার আলোচনা হলেও তারা তাদের মূল দাবি থেকে সরে আসেননি। ফলে আগামীকাল থেকে পুনরায় মহাসড়কে অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের বাসিন্দা ও পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বীর মুক্তিযোদ্ধা মো. ইমারত হোসেন বলেন, ভাঙ্গা শুধু একটি মানচিত্রের ইউনিয়ন নয়, এটি আমাদের শিকড়, আবেগ আর অস্তিত্বের প্রতীক। প্রশাসন যদি ভাবে আমরা নীরবে অন্যায় সিদ্ধান্ত মেনে নেব, তবে তারা ভুল করছে। আমরা জানি আন্দোলন মানে কষ্ট, যানজট ও ভোগান্তি। তবুও ভাঙ্গাকে রক্ষার প্রশ্নে আমরা কখনো আপস করব না। প্রয়োজনে দিনের পর দিন রাস্তায় বসে থাকব, স্লোগানে মুখর করব মহাসড়ক।

তিনি আরও বলেন, আমরা শান্তিপ্রিয় মানুষ, কিন্তু অবিচার হলে রুখে দাঁড়ানো আমাদের অধিকার। ভাঙ্গাকে টুকরো করে দেওয়া মানে আমাদের ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ে আঘাত। আলগী ও হামিরদী ইউনিয়ন ভাঙ্গারই অংশ ছিল, ভাঙ্গারই অংশ থাকবে। মানুষকে বিভক্ত করার সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না। ভাঙ্গাকে রক্ষা করা শুধু আন্দোলনের দাবি নয়, এটি আমাদের অস্তিত্বের লড়াই এটাই আমাদের শেষ কথা।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুকুরিয়া, হামিরদী, মাধবপুর ও নওয়াপাড়া বাসস্ট্যান্ড এবং ঢাকা-খুলনা মহাসড়কের হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড ও আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় মহাসড়ক অবরোধ করে ওই দুই ইউনিয়নের স্থানীয় জনগণ। এর ফলে দুই মহাসড়কেই যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে এবং যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে এলাকাবাসী একাধিকবার মহাসড়ক অবরোধ করেছেন এবং উচ্চ আদালতে রিটও দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবিরকে নিয়ে দেওয়া পোস্ট সরিয়ে নিয়েছে পাকিস্তান জামায়াত

ডাকসু নির্বাচনে ট্যাগ রাজনীতির ভূমিধস পরাজয়: আসিফ নজরুল

ডাকসুতে ছাত্রলীগের সঙ্গে আঁতাত করেছে শিবির: মির্জা আব্বাস

৩৫০ জন পল্লী বিদ্যুৎ কর্মী অনুপস্থিত, চরম ভোগান্তিতে গ্রাহকরা

নবীগঞ্জে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

আগামীকাল ফের অবরোধ

শিবিরের জয়ে পাকিস্তান জামায়াতের আমীরের অভিনন্দন

ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করল ইসি

ঢাবি ভোট দিয়েছে দুর্নীতি, চাঁদাবাজির বিরুদ্ধে: শহীদ মীর মুগ্ধের ভাই

রাজনৈতিক জীবনে এটাই আমার প্রথম পরাজয় : হামীম

১০

ডাকসু বিজয়ীদের জামায়াত আমিরের শুভেচ্ছা

১১

ডাকসুতে বিপুল ভোটে জয় পেলেন চোখ হারানো জসীম

১২

ঢাবির ভিসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন সারজিস

১৩

ডাকসুর বিজয় সব শিক্ষার্থীর সম্মিলিত বিজয়: সাদিক কায়েম

১৪

ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের আধিপত্য

১৫

ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে ছাত্রদল : শিবির সেক্রেটারির

১৬

ডাকসুতে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু

১৭

ডাকসুর মধ‍্য দিয়ে ইলেকশনের ট্রেনে উঠলো বাংলাদেশ: উপদেষ্টা ফারুকী

১৮

নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে : এসএম ফরহাদ

১৯

টিএসসি কেন্দ্রে তিন ঘণ্টায় ভোট পড়েছে ৩৫ শতাংশ

২০