ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্বচ্ছ ও সফলভাবে ডাকসু নির্বাচন আয়োজনের জন্য অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
বুধবার (১০ সেপ্টেম্বর) যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস মাধ্যমে তিনি এ বার্তা জানান
তারা বলেন, “মেরুদণ্ড সোজা রেখে সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে উপাচার্য যেভাবে একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক ডাকসু নির্বাচন উপহার দিয়েছেন, তা বাংলাদেশের গণতন্ত্রচর্চার জন্য এক অনন্য উদাহরণ।” “অনুগ্রহ করে গুটিকয়েক বিকৃত মস্তিষ্কের আচরণে কষ্ট পাবেন না। আপনি আমাদের সবার কাছে শ্রদ্ধেয়। আপনার প্রতি আমাদের আস্থা রয়েছে।”
শুভেচ্ছা বার্তায় আরও বলা হয়, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি সেনসিটিভ ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের নেতৃত্ব নিয়ে অভ্যুত্থান-পরবর্তী অস্থিতিশীল সময়ে যেভাবে উপাচার্য দায়িত্ব পালন করেছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তিনি এবং তাঁর টিম যে পেশাদারিত্ব, ধৈর্য এবং সাহসিকতার পরিচয় দিয়েছেন, তা জাতি দীর্ঘদিন মনে রাখবে।”
তিনি উপাচার্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন,“যতদিন আপনি দায়িত্বে থাকবেন, আমরা আশাবাদী যে ঢাকা বিশ্ববিদ্যালয় আরও ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও আধুনিক শিক্ষাঙ্গনে রূপান্তরিত হবে।”
উল্লেখ্য, সদ্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে দেশের অন্যতম আলোচিত ও গুরুত্বপূর্ণ ছাত্র সংগঠন নির্বাচনটি অবাধ, শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক পরিবেশে অনুষ্ঠিত হয়, যা দেশের শিক্ষাঙ্গনে ইতিবাচক বার্তা পাঠিয়েছে।
মন্তব্য করুন