ঢাবি ভোট দিয়েছে দুর্নীতি, চাঁদাবাজির বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন জুলাই আন্দোলনে নিহত হওয়া শহীদ মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
বুধবার (১০ সেপ্টেম্বর) তিনি তার যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস এ প্রতিক্রিয়া জানিয়েছেন।
শহীদ মীর মুগ্ধের ভাই লেখেন, ঢাবি শিবিরকে ভোট দেয় নি। তারা ভোট দিয়েছে আবরার ফাহাদকে, শাপলাকে । তারা ভোট দিয়েছে দুর্নীতি, চাঁদাবাজির বিরুদ্ধে, নম্রতা ও বিনয়ের পক্ষে
তিনি ছাত্রদলকে উদ্যেশে করে লেখেন, ছাত্রদল হেরেছে বিএনপির চাঁদাবাজি ও উগ্রতার কাছে।
স্নিগ্ধ আরও লেখেন, শামীম হোসাইন হেরেছে নিজের একটা প্যানেলের অভাবে। মেঘমল্লার হেরেছে বাম শব্দের কাছে।
এছাড়া তিনি এনসিপির অদূরদর্শীতার বিষয়ে বলেন, বাগছাস হেরেছে এনসিপির অদূরদর্শীতা ও বিভাজনের কাছে।
মন্তব্য করুন