ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের ভূমিধস বিজয় ট্যাগ দেওয়ার রাজনীতির ভূমিধস পরাজয় হয়েছে’ বলেই মনে করছেন ঢাকা অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
তিনি লিখেছেন, “ডাকসু নির্বাচনে বিজয়ী ছাত্রশিবিরের নেতাদের অভিনন্দন। স্বতন্ত্র প্রার্থীদেরও অভিনন্দন জানাই। সেই সঙ্গে অভিনন্দন জানাই তাদের যারা শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ করেছেন এবং ফলাফল মেনে নিয়েছেন।”
আসিফ নজরুল বলেন, “ছাত্রশিবিরের এ বিজয় নিয়ে ইতোমধ্যে নানা বিশ্লেষণ হচ্ছে। আমি শুধু এটুকুই বলবো এই নির্বাচনের মাধ্যমে ‘ট্যাগ লাগানো রাজনীতি’র অবসান ঘটেছে। দীর্ঘদিন ধরে শিবির ট্যাগ দিয়ে বহু শিক্ষার্থীকে হয়রানি, মারধর, এমনকি পুলিশে সোপর্দ করা হয়েছে। সরকারের মদদে এসব হয়েছে। আমি শুরু থেকেই এর তীব্র প্রতিবাদ করে এসেছি, হুমকি ও আক্রমণের মুখেও থামিনি।”
তিনি আরও বলেন, হাসিনার শাসনামলে শিবির সন্দেহে যেভাবে নির্যাতন চালানো হয়েছে, তা ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। এই বিজয়ে সেই দুঃসময় কাটিয়ে উঠার সম্ভাবনা তৈরি হয়েছে।
নবনির্বাচিত শিবির-সমর্থিত নেতাদের প্রতি অনুরোধ জানিয়ে আসিফ নজরুল বলেন, “আপনারা যেন গণ-অধিকার আদায়ের লক্ষ্যে সবাইকে নিয়ে কাজ করেন। সলিমুল্লাহ হলে জুমার নামাজে যাওয়ার সময় হলের ভেতর দিয়ে যেতে হতো। সেখানে বারান্দায় ছেঁড়া মশারি, ভাঙা টেবিল-চেয়ার পড়ে থাকত। ক্যানটিন দেখলে মনে হতো যেন লঙ্গরখানা। রুমগুলোর অবস্থা আরও শোচনীয়। আশা করি, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের স্বপ্ন নিয়ে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের অন্তত কিছু মৌলিক সমস্যার সমাধান করবেন।”
মন্তব্য করুন