ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদ। তার দাবি, ছাত্রদল নিয়মিতভাবে আচরণবিধি লঙ্ঘন করলেও নির্বাচন কমিশন নিরব ভূমিকা পালন করছে এবং পক্ষপাতমূলক আচরণ করছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব অভিযোগ করেন।
ফরহাদ বলেন, “ভোটগ্রহণ প্রক্রিয়া, শিক্ষার্থীদের উপস্থিতি, অনাবাসী ও নারী ভোটারদের অংশগ্রহণ সব মিলিয়ে সার্বিক চিত্র সন্তোষজনক। তবে কিছু গুরুতর অসঙ্গতি আমরা লক্ষ্য করেছি।”
তিনি জানান, কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে প্রচারণা নিষিদ্ধ থাকার পরও ছাত্রদল সেখানে লিফলেট বিতরণ করেছে। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যা স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন।
জিএস প্রার্থী ফরহাদ আরও বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকেও অভিযোগ উঠেছে তাদের পোলিং এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দিয়ে ছাত্রদলের এজেন্টকে ঢুকতে দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। নির্বাচন কমিশন এবং প্রশাসন এসব বিষয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে।”
তিনি অভিযোগ করে বলেন, “ছাত্রদলের বিরুদ্ধে একাধিকবার লিখিত ও মৌখিক অভিযোগ জানানো হলেও, কমিশন থেকে কোনো তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়নি। এটি খুবই দুঃখজনক এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকিস্বরূপ।”
শিক্ষার্থীদের প্রতি আহ্বান
শিক্ষার্থীদের উদ্দেশে ফরহাদ বলেন, “এই নির্বাচন আপনাদের অধিকার প্রতিষ্ঠার সুযোগ। তাই সবাই কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করুন। শিক্ষার্থীদের বেশি অংশগ্রহণ মানেই অন্যায়কারী শক্তির পরাজয়।”
মন্তব্য করুন