টিউলিপের চিঠি পেয়েছি : প্রেস সচিব - প্রজন্ম ২৪ বিডি
প্রজন্ম ডেস্ক
১১ জুন ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

টিউলিপের চিঠি পেয়েছি : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও টিউলিপ সিদ্দিক। ছবি : সংগৃহীত

ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর পাঠানো চিঠি হাতে পেয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য একটি চিঠি পাঠিয়েছেন, সেটি আমরা হাতে পেয়েছি।

মঙ্গলবার (১০ জুন) লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে এক সংবাদ সম্মেলনে শফিকুল আলম এসব কথা বলেন। তিনি আরও বলেন, চিঠির জবাব দেওয়া না দেওয়ার বিষয়টি ‘আইনিভাবে সমাধান’ করা হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় অল পার্টি পার্লামেন্টারি গ্রুপে টিউলিপ সিদ্দিক ছিলেন না

এ সময় প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি আগামী ১৩ জুন সকালে অনুষ্ঠিত হবে। এই বৈঠকের কোনো ফরমেট নেই। যেহেতু বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির নেতা তারেক রহমান, তাই প্রধান উপদেষ্টার সঙ্গে তার মিটিং হবে।

দুজনের আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের দিনক্ষণ, সংস্কার ও জুলাই চার্টারসহ যেকোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন শফিকুল আলম।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন। টিউলিপ সিদ্দিকের চিঠি পাঠানোর খবরটি গত রোববার বাংলাদেশের বেশিরভাগ সংবাদমাধ্যমে প্রকাশিত হয়, যা প্রধান উপদেষ্টার সফরের ঠিক একদিন আগে।

তবে ওই দিন প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, এখন পর্যন্ত তাদের হাতে টিউলিপের কোনো চিঠি পৌঁছায়নি। গার্ডিয়ানের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশে অতিরিক্ত সুবিধা গ্রহণের অভিযোগ তুলেছে দেশটির কর্তৃপক্ষ। গত বছরের আগস্টে গণআন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার পদত্যাগে বাধ্য হয় এবং তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। বর্তমানে বাংলাদেশের আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া চলছে। গত বছর যুক্তরাজ্যের মন্ত্রী পর্যায়ের মানদণ্ডবিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনেস টিউলিপকে অভিযোগ থেকে অব্যাহতি দিলেও তিনি নিজে থেকেই পদত্যাগ করেন।

তিনি বলেন, এই বিতর্ক লেবার পার্টি নেতা কিয়ার স্টারমারের সরকারের জন্য বিব্রতকর হয়ে উঠতে পারে। গত মাসে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি প্রায় ৯০ মিলিয়ন পাউন্ড মূল্যের বিলাসবহুল সম্পত্তি জব্দ করে, যা টিউলিপ সিদ্দিকের খালা শেখ হাসিনার সঙ্গে সম্পৃক্ত দুজন ব্যক্তির নামে ছিল।

উল্লেখ্য, গত ৯ জুন সন্ধ্যা সাড়ে ৭টায় চার দিনের সফরে লন্ডনের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। পরদিন মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে তিনি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসুতে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু

ডাকসুর মধ‍্য দিয়ে ইলেকশনের ট্রেনে উঠলো বাংলাদেশ: উপদেষ্টা ফারুকী

নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে : এসএম ফরহাদ

টিএসসি কেন্দ্রে তিন ঘণ্টায় ভোট পড়েছে ৩৫ শতাংশ

সাংবাদিক-পর্যবেক্ষকদের ইউল্যাব স্কুলে ঢুকতে না দেওয়া অভিযোগ

নির্বাচন চলাকালে পোলিং অফিসারকে অব্যাহতি

ডাকসুতে জয়ের ব্যাপারে আমি আশাবাদী: সাদিক কায়েম

দুই ঘণ্টায় ২ কেন্দ্রে এক হাজারের বেশি ভোট পড়েছে

ভোটারকে আগে পূরণকৃত ব্যালট পেপার দিলেন পোলিং অফিসার

পাইলসের পরিবর্তে পিত্তথলির অপারেশন

১০

ফের মহাসড়ক অবরোধ, দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার যান চলাচল বন্ধ

১১

ভোট সুষ্ঠু হলে ফল যা-ই হোক মেনে নেব: ছাত্রদল সভাপতি

১২

নিয়ম ভেঙে ভোট কেন্দ্রে ঢুকলেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল

১৩

হামাসের হামলায় ৪ ইসরায়েলি সেনা নিহত

১৪

ফ্রান্সের প্রধানমন্ত্রী পদচ্যুত

১৫

শুরু বহুল প্রতীক্ষিত ডাকসুর ভোটগ্রহণ

১৬

জেনে নিন ভিপি-জিএস প্রার্থীরা কে কোন কেন্দ্রে ভোট দেবেন

১৭

আগামীকাল বন্ধ থাকবে শাহবাগসহ যেসব সড়ক

১৮

অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৫৯ কর্মকর্তা

১৯

আগামীকাল ঢাবিতে মোতায়েন থাকবে ২০৯৬ পুলিশ সদস্য

২০