ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে সাংবাদিক ও পর্যবেক্ষকদের দেড় ঘণ্টারও বেশি সময় কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে । এটি শামসুন নাহার হলের ভোটকেন্দ্র। ঢুকতে না দেওয়ার বিষয়ে জানতে চাইলে কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. শহীদুল ইসলাম (শহীদুল জহির)কোনো সদুত্তর দিতে পারেননি
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ওই কেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। এ বিষয়ে শিবির ও ইসলামী ছাত্র আন্দোলনের প্রার্থীরাও অভিযোগ করেছেন।
সাংবাদিক ও পর্যবেক্ষকরা রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক শহীদুল ইসলামকে এই দেড় ঘণ্টা কেন্দ্রের ভেতরে কী হয়েছে জানতে চাইলে তিনি প্রশ্ন এড়িয়ে যান। কেন ঢুকতে দেওয়া হয়নি জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে এখন পর্যন্ত তো কেউ আসে নি। আমি কীভাবে বুঝব ঢুকতে পারছে কি না!
তবে সেখানে উপস্থিত সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী ‘নারীরা লাইনে দাঁড়িয়ে’ এমন কথা বলে তিনি সাংবাদিকদের ঢুকতে দেননি।
মন্তব্য করুন