আস্থা ভোটে পরাজিত হয়ে পদচ্যুত হয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু। সোমবার অনুষ্ঠিত ভোটে তার বিরুদ্ধে ৩৬৪ ভোট পড়ে, পক্ষ সমর্থনে ভোট দেন মাত্র ১৯৪ জন এমপি। ভোট থেকে বিরত ছিলেন ২৫ জন।
জাতীয় ঋণ নিয়ন্ত্রণ পরিকল্পনায় সমর্থন আদায়ের উদ্দেশ্যে বাইরু নিজেই পার্লামেন্টে আস্থা ভোটের প্রস্তাব তুলেছিলেন। কিন্তু উল্টোভাবে তা তার সরকারের পতনের কারণ হয়ে দাঁড়ায়। আস্থা ভোটে হেরে যাওয়ার ফলে পুরো মন্ত্রিসভাকেই বিদায় নিতে হচ্ছে।
মাত্র ৯ মাস আগে দায়িত্ব নিয়েছিলেন বাইরু। তবে তার অর্থনৈতিক পরিকল্পনা এবং ঋণ সংকট মোকাবেলায় নেওয়া পদক্ষেপ যথেষ্ট সমর্থন পায়নি, যার ফলস্বরূপ এই রাজনৈতিক বিপর্যয়।
ভোটের আগে পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে বাইরু বলেন, “সরকারকে অপসারণের অধিকার আপনাদের আছে, কিন্তু বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ নেই। খরচ বাড়তেই থাকবে, ঋণের বোঝা আরও ভারী হবে। ফ্রান্স এখন অস্তিত্ব সংকটে।”
বাইরুর পতনের ফলে ফ্রান্সে চলমান রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র হয়েছে। চাপে পড়েছেন প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁও। দুই বছরেরও কম সময়ের মধ্যে এবার পঞ্চম প্রধানমন্ত্রী নিয়োগ দিতে হবে তাকে।
মন্তব্য করুন