উৎসব মুখর পরিবেশে শুরু হওয়া ডাকসু নির্বাচনের শুরু থেকেই আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে। সকালে নিয়ম ভেঙে সাড়ে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে ঢুকে পড়েন তিনি। কেন্দ্রের বাইরে তার কর্মী সমর্থকদের ভোট প্রার্থনা ও প্রচারপত্র বিলি করতেও দেখা যায়। এসময় উপস্থিত কয়েকজন নারী ভোটার এর প্রতিবাদ জানায় এবং বিরক্তি প্রকাশ করে। গণমাধ্যমকে আবিদুল ও তার সমর্থকের দাবি, তারা ভোট চাইছেন না তবে প্রার্থীদের ব্যালট নাম্বার সম্বলিত প্রচারপত্র বিলি করছেন। তাদের দাবি, এত প্রার্থীদের ব্যালট নাম্বার মনে থাকবে কী করে? তাই শিক্ষার্থীদের এই লিফলেট দেওয়া হচ্ছে।
এদিকে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, কোন প্রার্থী কেন্দ্রে ঢুকে ভোট প্রার্থনা করতে পারবেনা। এমনকি ভোট কেন্দ্রর ১০০ মিটারের মধ্যে কোন ভোটার স্লিপও বিতরণ করতে পারবেনা।
এদিকে ভোট কেন্দ্রের সন্নিকটেই বুথ স্থাপন এবং টেবিল পেতে কার্যক্রম পরিচালনা করছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
মন্তব্য করুন