ভোট সুষ্ঠু হলে ফল যা-ই হোক না কেন তা মেনে নেবেন বলে জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ বিষয়ে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি।
তিনি জানান, বুথের তুলনায় যথেষ্ট পোলিং এজেন্ট না থাকায় সমস্যা তৈরি হয়েছে। একজন ভোটারকে দুটো ব্যালট পেপার দেওয়ারও অভিযোগ আছে।
এ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে মোট ৮টি ভোটকেন্দ্র সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট দান । এবার ঢাবিতে ভোটারের সংখ্যা মোট ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৯১৫ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন। ডাকসুর ২৮টি পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী তার মধ্যে পুরুষ: ৪০৯ আর নারী: ৬২
মন্তব্য করুন