আগামী বছরের শুরুতেই নির্বাচন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ড. ইউনূস - প্রজন্ম ২৪ বিডি
জাতীয় ডেস্ক
১ জুলাই ২০২৫, ৮:৪৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আগামী বছরের শুরুতেই নির্বাচন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ড. ইউনূস

আগামী বছরের শুরুতেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (৩০ জুন) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কো রুবিও টেলিফোনে কথা বলেছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, এ সময় তারা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে যৌথ প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধির জন্য প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, উভয় নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। এর মধ্যে ছিল বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা, চলমান সংস্কার প্রক্রিয়া, গণতন্ত্রে উত্তরণের রূপরেখা, আসন্ন সাধারণ নির্বাচন ও রোহিঙ্গাদের জন্য সহায়তা।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, দুই নেতার মধ্যে ১৫ মিনিট কথা হয়েছে। এই আলোচনা ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ, বন্ধুসুলভ ও গঠনমূলক। এর মাধ্যমে দুই দেশের চমৎকার সম্পর্কের প্রতিফলন ঘটেছে। সন্ধ্যা সাড়ে ৭টায় তারা ফোনালাপ করেছেন। খবর বাসস ও ইউএনবির।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন। তিনি জানান, আগামী বছরের শুরুতেই নির্বাচন হবে এবং সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপ দেশের রাজনৈতিক ব্যবস্থার কাঙ্ক্ষিত সংস্কারে সহায়ক হবে। তিনি আরও উল্লেখ করেন, নির্বাচন কমিশন দেশের নির্বাচনী ব্যবস্থাকে পুনর্গঠিত করতে নিরলস পরিশ্রম করছে, যা পূর্ববর্তী সরকার সম্পূর্ণরূপে ধ্বংস করেছিল। ড. ইউনূস বলেন, “আমাদের তরুণরা এবার জীবনে প্রথমবারের মতো ভোট দেবে।” প্রধান উপদেষ্টা মার্কো রুবিওকে সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যাতে তিনি দেশের গণতান্ত্রিক উত্তরণের বিষয় প্রত্যক্ষ করতে পারেন। তিনি মনে করেন, এমন সফর বাংলাদেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

অধ্যাপক ইউনূস জানান, সম্প্রতি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াশিংটন ডিসিতে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ল্যান্ডাউয়ের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেছেন এবং উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক দৃঢ় করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বাংলাদেশের অনুরোধে পারস্পরিক শুল্ক ব্যবস্থা ৯০ দিনের জন্য স্থগিত রাখতে সম্মত হওয়ায় প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবারের কাছে হস্তান্তর ৮ মরদেহ

হতাহতের সংখ্যা গোপনের দাবি সঠিক নয় : প্রেস উইং

ভারি বৃষ্টির পূর্বাভাস

উত্তরায় বিমান বিধ্বস্ত: রাষ্ট্রীয় শোক আজ

বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ২৭, চিকিৎসাধীন ৭৮

এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত আজ

ঢাকাবাসীকে এগিয়ে আসার আহ্বান শিবির সভাপতির

মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে পৌঁছেছে

বিমান বিধ্বস্ত ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা

শিশু জুনায়েতের অভিভাবকের খোঁজে ফেসবুকে পোস্ট

১০

সহযোগিতার আহ্বান জামায়াত আমিরের

১১

বিমান বিধ্বস্তে শোক প্রকাশ প্রধান উপদেষ্টার

১২

মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান, নিহত ১

১৩

চাঁদাবাজি জন্য ইলিশের দাম বাড়তি : মৎস্য উপদেষ্টা

১৪

আর মাত্র ১০ দিন, দলগুলোকে তাগাদা আলী রীয়াজের

১৫

আনিসুল-সালমানসহ নতুন মামলায় গ্রেপ্তার ৭

১৬

এবার ইশরাককে যে বার্তা দিলেন সারসিজ

১৭

‘জুলাই যোদ্ধাদের জন্য থাকছে না ফ্ল্যাট কিংবা কোটা’

১৮

গোপালগঞ্জে নিহত ৩ জনের মরদেহ উত্তোলনের নির্দেশ

১৯

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ১

২০