করোনা-ডেঙ্গু-চিকুনগুনিয়াসহ নানাবিধ সংকটে রয়েছে দেশ। চারদিকে আক্রান্তের ভয়, রোগীর আনাগোনা। এসময় রোগ শনাক্তে বাংলাদেশকে ১৯ হাজার কিট দিয়েছে চীন।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে এ উপকরণ হস্তান্তর করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের এ কিট তুলে দেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর।
বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, বাংলাদশকে চীন ১৯ হাজার কিট দিয়েছে। ভবিষ্যতে আরও দেবে। তাদের সঙ্গে আমরা যৌথভাবে কিছু অবকাঠামোগত কাজ করব।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. সায়েদুর রহমান বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলার জন্য সরকারের প্রস্তুতি রয়েছে। দেশের যেসব জায়গায় ডেঙ্গুর রেডজোন চিহ্নিত হচ্ছে সেসব জায়গায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার আগেই স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া নির্দেশনা মেনে চলার এবং সচেতনতার পরামর্শ দেন ডা. সায়েদুর রহমান
মন্তব্য করুন