২০১২ সালের ৯ ডিসেম্বর ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকায় দিনের বেলায় কুপিয়ে হত্যা করা হয় বিশ্বজিৎ দাসকে। এই ঘটনা আওয়ামী লীগকে বেশ ভুগিয়েছে। মিডফোর্টের সামনে যুবদল-ছাত্রদল নেতারা তাদের আরেক সহযোদ্ধাকে পাথর মেরে হত্যা করেছে—এটাও বিএনপি অনেকদিন ভোগাবে, বলে আমার মনে হয়। সবচেয়ে ভালো দৃষ্টান্ত—বিএনপি এই বিষয়ে তড়িৎ ব্যবস্থা নিয়েছে, বহিষ্কার করেছে, আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করেছে ব্যবস্থা নিতে।
হাইকমান্ডের দৃষ্টি একটু জেলা এবং উপজেলায় দেওয়া উচিত। কারণ, মফস্বল শহরে বিএনপির গ্রুপিং, আধিপত্য বিস্তার এবং পেশীশক্তি প্রদর্শনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে চাপা কষ্ট বিরাজ করছে। কোনো কোনো উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও প্রকাশ্যে হুমকি-ধামকি দেওয়ার ঘটনাও ঘটেছে। এগুলো নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। নিয়ন্ত্রণ করতে না পারলে ভোটের মাঠে সাধারণ মানুষ তাদের হিসাব মেলানোর চেষ্টা করবেন।
মন্তব্য করুন